উত্তর জেলায় তেল মাফিয়াদের দৌরাত্ম্য, পাচারকালে ব্যারেল ভর্তি ডিজেল সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৭ ডিসেম্বর৷৷ রাজ্যে তেল মাফিয়াদের দৌরাত্ম্য ক্রমেই বেড়ে চলেছে, আর এই মাফিয়াদের দৌরাত্ব ঠেকাতে প্রায়শই অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ৷অভিযানে নেমে সাফল্যও কম-বেশি অর্জন করছে রাজ্য পুলিশ৷ অবশ্য অনেক সময় প্রণামীর বিনিময়ে এই ধরনের অবৈধ গাড়িগুলি আটক করেও ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে থাকে পুলিশের বিরুদ্ধে৷ আর এর ফলেই পুনরায় বুক চিতিয়ে অবৈধ তেলের ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হয় তেল মাফিয়ারা৷


প্রসঙ্গত উল্লেখ্য ধর্মনগর থেকে অবৈধভাবে ডিজেল নিয়ে কমলপুর যাবার পথে একটি বোলেরো পিকআপ গাড়িকে আটক করে ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ফটিকরায়ের তারাপুর এলাকা থেকে একটি বলেরো পিকআপ গাড়ি আটক করে পুলিশ৷গাড়ীতে থাকা ৮০০ লিটার ডিজেলের বৈধ কোন কাগজপত্র না দেখানোর কারণে চালক সমেত ডিজেল বোঝাই গাড়িকে থানায় নিয়ে আসা হয়৷ আটককৃত ডিজেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৮ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে৷ এ বিষয়ে একটি মামলাও হাতে নেওয়া হয়েছে৷


অবৈধভাবে তেল পাচারের সময় চুনোপুঁটিদের পুলিশ জালে তুললেও পুলিশের জালে এখনো অধরা রাঘব বোয়াল তেলমাফিয়ারা৷আর এই রাঘববোয়ালদের দৌলতেই এখনো পর্যন্ত অবৈধভাবে তেলের রমরমা ব্যবসা চলছে ফটিকরায় কুমারঘাট সহ রাজ্যের বিভিন্ন জায়গায়৷চুনোপুঁটি তেল মাফিয়াদের পেছনে ছুটার পাপাপাশি পুলিশ যদি রাঘববোয়ালদের ধরার চেষ্টা করতো তাহলে হয়তো অবৈধভাবে তেলের ব্যবসা কিছুটা বন্ধ হতো রাজ্যে এমনটাই মনে করছেন সচেতন মহল৷তাছাড়া পাশ্ববর্তী রাজ্য অসম থেকে কদমতলা চুরাইবাড়ি সীমান্ত হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ ভাবে পুলিশকে ম্যানেজ করে জ্বালানি তেল প্রবেশ করারও অভিযোগ রয়েছে৷সুতরাং সীমান্ত এলাকায় নজরদারি যেন সঠিকভাবে চালায় পুলিশ সেই ব্যাপারেও জোরালো দাবি উঠছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *