৯৬১টি বিদ্যালয় বন্ধ করার সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে এনএসইউআই’র গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর ৷৷ রাজ্যের ৯৬১টি সরকারি সুকল বন্ধ করে দেবার সিদ্ধান্তের প্রতিবাদ এবং ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় একটি কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় স্থাপন সহ ৯ দফা দাবিতে শনিবার ওরিয়েন্ট চৌমুহনিতে ৪ ঘণ্টার গণ-অবস্থান সংগঠিত করেছে ছাত্র সংগঠন এনএসইউআই৷ ৪ ঘণ্টার গণ-অবস্থান পালন করল এনএসইউআই৷


রাজ্য সরকারের শিক্ষা সংকোচন নীতির প্রতিবাদ সহ অন্যান্য দাবিতে এই গণ-অবস্থানের ডাক দেওয়া হয়৷ গণ-অবস্থান স্থলে বক্তব্য রাখতে গিয়ে এনএসইউআই’র রাজ্য সভাপতি রাকেশ দাস বলেন, রাজ্য সরকার ৯৬১টি সুকল বন্ধ করে দিয়েছে৷ এই সুকলগুলি অবিলম্বে চালু করার দাবি জানিয়েছেন তিনি৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় অবিলম্বে একটি কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় স্থাপনেরও দাবি জানিয়েছেন তিনি৷ কলেজগুলিতে গত ২ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে আছে৷


অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবি জানিয়েছে এনএসইউআই৷ শিক্ষা দপ্তরের তুঘলকি সার্কুলার বন্ধ এবং গেরুয়াকরণ বন্ধ করার জোরালে দাবি জানিয়েছেন এনএসইউআই সভাপতি৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ভাইস চেন্সেলর নিয়োগ করার জন্যও গণ-অবস্থান থেকে দাবি জানানো হয়েছে৷ শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে দুর্নীতিদের পরায়নদের অন্যত্র সরিয়ে দেবার জন্যও গণ-অবস্থান থেকে জোরালো দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *