শিক্ষা নেওয়া উচিত ইউপি ও দিল্লি পুলিশের, যোগী সরকারকে খোঁচা মায়াবাতীর

লখনউ, ৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশ ও দিল্লি পুলিশকে খোঁচা দিয়ে তেলেঙ্গানা পুলিশের ভূয়শী প্রশংসা করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবাতী| হায়দরাবাদে তরুণী পশু চিকিত্সককে গণধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে এনকাউন্টারে খতম প্রসঙ্গে মায়াবতী বলেছেন, ‘উত্তর প্রদেশ ও দিল্লি পুলিশের উচিত হায়দরাবাদ পুলিশকে দেখে উত্সাহিত হওয়া|’ শুক্রবার ভোররাতে পুলিশি হেফাজত থেকে পালানোর সময় হায়দরাবাদ পুলিশের গুলিতে খতম হয়েছে তরুণী পশু চিকিত্সককে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ৪ জন|

এনকাউন্টারে ৪ জন ‘অপরাধীকে’ খতম করায় হায়দরাবাদ পুলিশের ভূয়শী প্রশংসা করেছেন মায়াবাতী| একইসঙ্গে উত্তর প্রদেশ পুলিশ, যোগী আদিত্যনাথ সরকার এবং দিল্লি পুলিশকেও খোঁচা দিয়েছেন মায়াবতী| মায়াবাতীর কথায়, ‘উত্তর প্রদেশে মহিলাদের প্রতি অপরাধ বেড়েই চলেছে, কিন্তু রাজ্য সরকার ঘুমিয়ে আছে| উত্তর প্রদেশ পুলিশ এবং দিল্লি পুলিশের উচিত হায়দরাবাদ পুলিশকে দেখে উত্সাহিত হওয়া, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, এখানে অপরাধীদের সঙ্গে অতিথির মতো ব্যবহার করা হয়, উত্তর প্রদেশে এখন জঙ্গলরাজ চলছে|’