নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ উনকোটি জেলার ফটিকরায় থানা এলাকার গকুলনগরে বুধবার এক যুবকের আত্মহত্যার ঘটনা রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার রাতে এই থানা এলাকার রাজনগর গ্রাম থেকে আরেক যুবতীর আত্মহত্যার ঘটনা সামনে এলো৷

রাজনগর গ্রাম পঞ্চায়েতের সাসিন্দা পেশায় শিক্ষক অরুণ মালাকারের কলেজে পাঠরতা কুড়ি বর্ষীয়া কন্যা অনন্যা মালাকার বৃহস্পতিবার রাতে বাড়িতে একা ছিল৷রাত এগারোটা নাগাদ অনন্যার বাবা বাড়িতে এসে অনন্যার পড়ার ঘরে মেয়েকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখেন৷ এই ঘটনা প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে যান মেয়েটির বাবা৷ উনার চিৎকারে আশেপাশের লোকেরা ছুটে আসে এবং ঘটনাটি প্রত্যক্ষ করে ৷ সাথে সাথে খবর দেওয়া হয় ফটিকরায় থানায়, ছুটে আসে পুলিশ৷
তারা এসে মেয়েটিকে প্রথমে ফটিকরায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং তাকে নিয়ে যাওয়া হয় ফটিকরায় হাসপাতালের মর্গে৷ শুক্রবার ময়নাতদন্ত শেষে দেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে৷ মৃতদেহের কাছ থেকে একটি এন্ড্রয়েড ফোন উদ্ধার করতে পেরেছে পুলিশ, সেই ফোন থেকে সমস্ত কল রেকর্ড চেক করা হচ্ছে বলে জানান ফটিকরায় থানা আধিকারিক বিভাস রঞ্জন দাস৷
তবে কি কারণে যুবতি এই আত্মহত্যার পথ বেছে নিলো সে বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলতে নারাজ পুলিশ৷ ধারণা করা হচ্ছে প্রণয় সংক্রান্ত ঘটনার জেরেই এই আত্মহত্যা৷ উল্লেখ কিছুদিন আগেই একটি জটিল রোগে আক্রান্ত হয়ে মেয়েটির মা মারা যান, মেয়েটির একটি ছোট ভাই রয়েছে সে বর্তমানে বহিঃরাজ্যে পাঠরত৷ কিছুদিন আগে স্ত্রী এবং বর্তমানে মেয়েকে হারিয়ে সমপূর্ণরুপে ভেঙে পড়েছেন অরুন মালাকার৷ ঘটনাকে কেন্দ্র করে রাজনগর এলাকার শোকের ছায়া নেমে এসেছে৷ পাশাপাশি একই থানা এলাকায় পাশাপাশি দুই গ্রামে পর পর দু’দিনের দুটি আত্মহত্যার ঘটনায় সংশ্লিষ্ট এলকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

