সুকলগুলিতে ১৫টি ঐচ্ছিক বিষয় যুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর ৷৷ আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সুকল গুলিতে ১৫টি ঐচ্ছিক বিষয় যুক্ত হতে চলেছে৷ নবম শ্রেণী থেকে ছাত্র ছাত্রীরা ওই ঐচ্ছিক বিষয়গুলি বাছাই করতে পারবে৷ বৃহস্পতিবার মহাকরণে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণীতে পাচটি মেইন সাবজেক্টের অতিরিক্ত ১৫টি ঐচ্ছিক বিষয় যুক্ত ককরতে চলেছে৷


তিনি জানান, ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল৷ ওই কমিটি টানা দুইদিন বৈঠকে ১৫টি ঐচ্ছিক বিষয় বাছাই করেছেন৷ তাঁর দাবি, ছাত্র ছাত্রীদের ভালো নম্বর পেতে ঐচ্ছিক বিষয়গুলি সহায়ক হবে৷ তিনি জানান, মেইন সাবজেক্টে ভালো নম্বর না পেলে ঐচ্ছিক বিষয়ে নম্বর তুলে ফলাফল ভালো করা যাবে৷


শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারতীয় বিদ্যাভবন, কুঞ্জবনস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়, বয়েজ বুধজং সুকল, রামকৃষ্ণ বিদ্যালয়ের অধ্যক্ষকের পাশাপাশি পর্ষদ সচিবকে নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছিল৷ তাঁরা দুইদিনের বৈঠকে আলোচনা শেষে যোগা, পর্যটন, ব্যাঙ্কিং ও বিমা, সেলস এন্ড মার্কেটিং, মিউজিক, ফুড প্রডাকশন, স্বাস্থ্য, প্রযুক্তি, শারীর শিক্ষা, ইলেক্ট্রনিক্স এন্ড হার্ডওয়ার, কৃষি, সিকিউরিটি, ফেশন এন্ড ওয়েলনেস ইত্যাদি বিষয় ঐচ্ছিক হিসেবে স্থির করেছেন৷ সাথে তিনি যোগ করেন, মেইন সাবজেক্ট হিসেবে ইংরেজি, বাংলা অথবা কক্বরক, গণিত, বিজ্ঞান এবং সমাজ বিদ্যা যুক্ত হয়েছে৷ তিনি বলেন, এসসিইআরটি ওই বইগুলি সিবিএসই থেকে সংগ্রহ করবে৷


এছাড়া শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ৭টি সরকারি সরকারী বিদ্যালয়ে বাণিজ্য বিষয়, ৩টি সরকারী বিদ্যালয়ে বিজ্ঞান যুক্ত করা হয়েছে এবং ১টি উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নিত করা হয়েছে৷