মহিলার টাকা ছিনতাইয়ের চেষ্টা, দুই যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ প্রকাশ্যে দিবালোকে মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় দুই যুবককে আটক করা হয়েছে৷ আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ জনগণ ৷ ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এটিএম থেকে টাকা তুলে ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইবাজ তার কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করেন৷ কিন্তু, স্থানীয় জনগণ তাদের আটক করে গণধোলাই দেন৷


পুলিশ জানিয়েছে, পানিসাগর একনং টিলার বাসিন্দা অর্চনা রানি দাস আজ ধর্মনগরে বিয়ের কেনাকাটা করতে আসেন৷ স্থানীয় সেন্ট্রাল রোডস্থিত এসবিআইয়ের এটিএম থেকে তিনি ৯ হাজার টাকা তুলেন৷ এটিএম থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে টাকা ছিনতাই করে ছিনতাইবাজরা এমএল০৫- বি-৮১১৮নম্বরের গাড়িতে করে পালানোর চেষ্টা করেন ৷ তখন ওই মহিলা চিৎকার করে দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন৷ মহিলার চিৎকার শুনে স্থানীয় জনগণ ছুটে আসেন এবং গাড়িতে থাকা দুই ছিনতাইবাজকে আটক করে গণধোলাই দেন ৷


পুলিশ জানিয়েছে, অসমের শিলচরের বাসিন্দা ময়না মিয়া লস্কর(৩৬) ও ধর্মনগর রাজবাড়ি এলাকার বাসিন্দা চিন্ময় ঘোষকে গণধোলাইয়ের পর স্থানীয় জনগণ পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ধৃত দুই যুবককে আজ আদালতে পেশ করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠান ৷ ওই ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ধর্মনগরজুড়ে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে৷ এদিকে, এটিএমগুলিতে নিরাপত্তা রক্ষী না থাকার কারণে গ্রাহকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *