উন্নাওকান্ডে রাজ্যের আইনশৃঙ্খলাকে দায়ী করলেন জয়া

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের উন্নাওতে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টায় সংসদ চত্বরে সরব জয়া বচ্চন। এর জন্য রাজ্যের আইনশৃঙ্খলার দিকে আঙুল তুলেছেন তিনি।

হায়দরাবাদ কাণ্ডের রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার ভোরে উন্নাওতে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ায়  গোটা দেশে। এর জন্য উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলাকে দায়ী করে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন জানিয়েছেন, উন্নাওয়ের পাশাপাশি চিত্রকূটের ঘটনা থেকে প্রমাণিত উত্তরপ্রদেশের অবস্থা খুবই খারাপ। রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।

উন্নাওয়ের পুলিশ সুপার বিক্রান্ত বীর জানিয়েছেন বর্তমানে লখনউয়ের হাসপাতালে চিকিৎসাধীন ওই ধর্ষিতা। এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মূল অভিযুক্ত এখনও অধরা। পুলিশ সুপার স্বীকার করে নেন যে নিগ্রহীতা ধর্ষকদের বিরুদ্ধে পুলিশের কাছে আগেই অভিযোগ দায়ের করেছিল।