নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ ডিসেম্বর৷৷ চুরাইবারি থানার এক গুণধর সিনিয়র কনস্টেবলের উৎপাতে অতিষ্ঠ তার সহকর্মীরা৷ নিজের ইচ্ছেমতো ডিউটি বন্টন ও ভাগ বাটোয়ারা করে চলছে সে৷ সবাই তার বয়সে জুনিয়র হলেও কাউর কথা সে মানতে রাজি নয়৷ এমনকি নিজেদের অফিসারদেরও অবহেলা করে চলছে সে৷ থানার সিনিয়র দারোগাবাবুদের কথা অমান্য করে নিজের ইচ্ছেমতো ডিউটি করে চলছে সে৷

এদিকে চুরাইবারি থানাতে জয়েন্ট করার পর থেকেই নিজের কোয়াটারে প্রতি রাতেই মদ মাংসের আসর বসাচ্ছে ওই পুলিশকর্মী বলেও অভিযোগ৷ তার কোয়াটারের আশেপাশে থাকা অন্যান্য পুলিশকর্মীরা অতিষ্ঠ হয়ে সেই বিষয়টি থানার উর্ধতন কর্তৃপক্ষের নিকট জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ কে শুনে কার কথা৷ তাছাড়াও তিনি আবার সকল পুলিশকর্মীদের বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়েছেন৷
উনার সামান্য সরকারি মাইনে হলেও প্রতি মাসে বিভিন্ন পুলিশকর্মী ও অন্যান্য সাধারণ মানুষদের বিপদে অর্থ সাহায্য করেন৷ তাও আবার বিনা সুদে৷ এখানেই প্রশ্ণ দেখা দিয়েছে কি করে একজন কনস্টেবল সামান্য মাইনা পেয়ে প্রতিমাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা ধার দিয়ে থাকেন অন্যান্য সহকর্মীদের মধ্যে৷ তাহলে কি বাঁকা পথে উনার কোন দুনম্বরী রোজগার রয়েছে ? আর থাকবে নাই বা কেন, সিনিয়র কনস্টেবল বলে কথা৷
এমনকি ঐ গুনধর সিনিয়র কনস্টেবল কিছুদিন চুড়াইবাড়ি থানার ডিউটি বাটার দায়িত্বে ছিলেন৷আর সেই সময় অন্যান্য পুলিশকর্মীদের সুবিধা পাইয়ে দিতেন রঙিন বোতলের বিনিময়ে, এমনটাও অভিযোগ রয়েছে৷ আর সেই বিষয়ে জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন সকলে৷ এখন দেখার বিষয় উর্দতন কর্তৃপক্ষ এই বিষয়টির দিকে কতটুকু দৃষ্টিপাত করেন৷

