মধ্যপ্রদেশে ট্রাক ও বাসের সংঘর্ষে মৃত্যু ৯ জনের, আহত কমপক্ষে ২৩ জন

রেওয়া (মধ্যপ্রদেশ), ৫ ডিসেম্বর (হি.স.): বাস চালকের গাফিলতি কেড়ে নিল ৯ জনের প্রাণ| মধ্যপ্রদেশের রেওয়া জেলায় যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষে অকালেই প্রাণ হারালেন ৯ জন যাত্রী| এছাড়াও কমপক্ষে ২৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন| বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রেওয়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, গুধ রোডের কাছে|

রেওয়া পুলিশ সুপার (এসপি) আবিদ খান জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সিধি জেলা থেকে যাত্রীবোঝাই একটি বাস রেওয়া অভিমুখে যাচ্ছিল| সকাল তখন ৬.৩০ মিনিট হবে, গুধ রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাসটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জন যাত্রীর, এছাড়াও কমপক্ষে ২৭ জন যাত্রীকে উদ্ধার করে রেওয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ২৩ জন জেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন| রেওয়া, পুলিশ কমিশনার অশোক ভার্গব জানিয়েছেন, বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৯ জনের| কমবেশি আহত হয়েছেন ২৩ জন যাত্রী| মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে|

ভয়াবহ দুর্ঘটনায় ৯ জনের অকাল মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত দুঃখপ্রকাশ করে কমল নাথ লিখেছেন, রেওয়া থেকে সিধিগামী বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখিত| মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা| আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তা ও চিকিত্সা সুবিধা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে|