
চণ্ডীগড়, ৪ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডাকে জিজ্ঞাসাবাদ ইডির। মানেসরে জমি দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তাঁকে বুধবার ইডির আঞ্চলিক অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ইডির তরফে জানানো হয়েছে যে ভূপেন্দ্র সিং হুডা মুখ্যমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে মানেসরের জমি বাজার মূল্য থেকে কম দামের বিনিময় অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের কাছে বিক্রি করে দেয়। এই জমিটির বাজার দর যেখানে ছিল ৬৪.৯৩ কোটি টাকা। সেখানে তা মাত্র ৫৯ লক্ষ টাকায় ওই সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়। এই অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের অধীনেই রয়েছে ন্যাশনাল হেরল্ড সংবাদপত্র। ইডির পাশাপাশি সিবিআইও ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চলতি বছরের মে মাসে আর্থিক জালিয়াতি দমন আইন প্রিভেনশন অফ মানি ল্যান্ডারিং ধারায় মামলা রজু করা হয়েছ। ২০১৮ সালের ডিসেম্বরে ভূপেন্দ্র সিং হুডা এবং মোতিলাল ভোঁরার ২০০৫ সালে পাঁচকুলায় জমি দুর্নীতি মামলায় চার্জশিট গঠন করা হয়।

