কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ খোয়াইয়ের চাম্পাহাওর থানা এলাকার বাচাইবারী থেকে একটি মারুতি গাড়িতে তল্লাশি চালিয়ে ৯৯ লক্ষ টাকার ইয়াবা টেবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ গাড়িটি খোয়াই হয়ে ধর্মনগর যাচ্ছিল৷ চাম্পাহাওর থানার ওসি উদ্দম দেববর্মার গোপন খবরের ভিত্তিতে এই সাফল্য৷


এদিকে, সিপাহীজলা জেলার কুলোবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানরা তল্লাসী চালিয়ে ১১৭০টি ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করেছে৷ যার বাজারমূল্য ৫ লক্ষ ৮৫ হাজার টাকা৷ এছাড়া, বিএসএফ জওয়ানরা ৪৯ হাজার ৪৪ টাকার বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে৷ তবে, বিএসএফ জওয়ানরা কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *