BRAKING NEWS

রাজ্যের বিভিন্ন স্থানে আইনী সচেতনতা কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/বক্সনগর, ১ ডিসেম্বর ৷৷ গ্রাম পাহাড় সহ সর্বত্রই সাধারণ মানুষকে আইনি বিষয়ে সচেতন করার লক্ষ্যে কাজ করে চলেছে আইনসেবা কর্তৃপক্ষ৷ এরই অঙ্গ হিসেবে রবিবার মুঙ্গিয়াবাড়িতে আইনি সচেতনতা ও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা আইন কর্তৃপক্ষের উদ্যোগে রবিবার খোয়াই জেলা আইন সেবার সহায়তায় মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে এক আইনি সচেতনতা এবং প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়৷

প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করেন খোয়াই জেলা দায়রা বিচারপতি মাননীয় পি কে দত্ত৷ এছাড়াও অনুষ্ঠানে ছিলেন ত্রিপুরা লিগ্যাল সেল-এর মেম্বার সেক্রেটারি শুভাশিস শর্মা রায়, জেলার অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত, জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে, তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা৷ এদিনের প্রশাসনিক শিবিরের জন্য এবং বিভিন্ন দপ্তরের কাজের সুবিধার্থে সরকারি স্টল খুলে দেওয়া হয়৷ এই শিবিরে এলাকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণে অংশ নেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা দায়রা বিচারপতি বলেন, জনগণকে আইনি বিষয়ে সচেতন করতেই এ ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে৷

আইনি সচেতনতা শিবির ও প্রশাসনিক শিবিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়৷ জনগণের হাতের কাছে প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দেবার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন৷ প্রশাসনিক শিবির থেকে জনগণ প্রশাসনিক বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যার কথা প্রশাসনের কর্মকর্তাদের হাতে তুলে দেন৷ বক্সনগরের রহিমপুরেও আইনী সহায়তা কর্মসূচী পালিত হয়েছে৷ তাছাড়া রাজ্যের অন্যান্য জায়গাতেও দফায় দফায় এই কর্মসূচী পালিত হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *