অর্জিত অধিকার সুরক্ষায় নারী সমিতি আন্দোলন সংগঠিত করবে : বৃন্দা কারাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ক্রমবর্ধমান নারী নির্যাতন বন্ধ করা, কাজ খাদ্য, স্বাস্থ্য সুরক্ষার দাবিতে এংব গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে রাজধানী আগরতলা শহরে গণতান্ত্রিক নারী সমিতির এক র্যালি সংগঠিত করা হয়৷ র্যালি শেষে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় রাজ্য সম্মেলন৷ নারী সম্মেলনে বক্তব্য রাখেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, বৃন্দা কারাত সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ৷


সারাভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রী বৃন্দা কারাত রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারকে রীতিমতো হুশিয়ারি দেন৷ তিনি বলেন, নারী সমিতির একটা ঐতিহ্য রয়েছে৷ রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে সেই ঐতিহ্য তুলে ধরা হচ্ছে৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার যতই নির্যাতন, নিপীড়ন ও দমনপীড়ন চালাক না কেন নারী সমিতি পিছু হঠবে না বলে উল্লেখ করেন তিনি৷ নারীদের অর্জিত অধিকার সুরক্ষায় নারী সমিতি ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত করবে বলেও তিনি উল্লেখ করেন৷ গোটা দেশের যে পরিস্থিতি তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি৷


ত্রিপুরায় বাম আমলের সুস্থ সুন্দর পরিবেশকে বর্তমান সরকার কলঙ্কিত করেছে বলে তিনি মন্তব্য করেন৷ কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার দেশের সংবিধান মানে না বলেও অভিযোগ এনেছেন নারী নেত্রী বৃন্দা কারাত৷ যারা গণতান্ত্রিক পদ্ধতি মানে না তাদের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলেন তিনি৷ নারী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন৷ তাদের ভ্রান্ত নীতির কারণে দেশের কৃষকরা আত্মহত্যা করছে৷ আত্মহত্যার হার ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷ রাজ্যের মানুষের আর ক্ষমতা কমে গেছে৷


উৎপাদিত সামগ্রীর ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা৷ কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে৷ দেশের গরীব মানুষ হাবুডুবু খাচ্ছেন৷ মানুষ ক্ষোভে পড়ছেন৷ জিনিষপত্রের দামবৃদ্ধি পাচ্ছে, মুদ্রা স্ফীতি বৃদ্ধি পাচ্ছে, কারখানা বন্ধ হয়ে পড়েছে৷ এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মানিক সরকার৷ বেসরকারী সংস্থার হাতে বিভিন্ন সংস্থা তুলে দেবার ফলে দেশের অর্থনীতি আরও বিপন্ন হচ্ছে৷ এজন্য গণতান্ত্রিক আন্দোলনকে আরও সুসংহত করার ডাক দেওয়া হয়েছে নারী সমিতির সম্মেলনে৷