ক্যাব-এর বিরুদ্ধাচরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহূত বৈঠকের আমন্ত্রণ ফেরালেন মানিক, গৌতম ও জীতেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠক এড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন সাংসদ তথা গণমুক্তি পরিষদের সভাপতি জীতেন্দ্র চৌধুরী এবং সিপিএম-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাস৷
শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে জানিয়েছেন, তিনি নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আহূত বৈঠকে যোগ দিতে পারছেন না৷

তিনি এই বিলের বিরোধিতাকেই প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল সিপিএম পার্টি বিরোধিতা করছে৷ তিনি মনে করেন, এই বিল দেশবাসীর মৌলিক অধিকারকে খর্ব করবে৷ সাথে দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যকেও আঘাত করবে৷ তাঁর দাবি, নাগরিকত্ব সংশোধনী বিল দেশের বৈচিত্রে্যর মধ্যে ঐক্যের সংসৃকতিকে নষ্ট করবে৷ সাথে জাতীয় সংহতিকেও দুর্বল করবে এই বিল৷ তাই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিলের বিরোধিতা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, দেশের একতা ও অখণ্ডতার খাতিরে এই বিল প্রত্যাহার করা হোক৷


একইভাবে সিপিএম-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাসও এই বিলের বিরোধিতা করে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে৷ তাঁকে লেখা চিঠিতে গৌতম দাস বলেন, এই বিলকে সমর্থন করতে পারছি না, তাই আপনার আমন্ত্রণ গ্রহণ করছি না৷ তাঁর দাবি, সিপিএম এই বিলের বিরোধিতা করছে শুরু থেকেই৷ দলের সিদ্ধান্তের সাথে আমিও একমত৷


এদিকে, প্রাক্তন সাংসদ তথা গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি জীতেন্দ্র চৌধুরীও এই বিলের বিরোধিতা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন৷ তিনি বলেন, দেশভাগের পরবর্তী সময়ে সামাজিক, সাংসৃকতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে উত্তর-পূর্বাঞ্চল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ নানা সময়ে শরণার্থীরা এই অঞ্চলে এসে আশ্রয় নিয়েছেন৷ ফলে নাগরিকত্ব সংশোধনী বিল এই অঞ্চলে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছি৷ তাই, এই বিলকে সমর্থন করতে পারছি না৷ জীতেন্দ্র চৌধুরী এই বিলের বিরোধিতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *