বৈধ অনুমতি থাকা সত্ত্বেও রিকশা শ্রমিকদের আন্দোলন বানচাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ রিকশা-শ্রমিকদের আন্দোলনেও পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার পরিবহণ দফতরে ত্রিপুরা রিকশা-শ্রমিক ও ব্যাটারি চালিত রিকশা-শ্রমিক ইউনিয়নের মিছিল ও গণ-ডেপুটেশন বানচাল করে দিয়েছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে আগরতলায়৷ এ ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার স্তব্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে৷


পরিবহণ দফতরে গণ-ডেপুটেশান প্রদানের জন্য মিছিলের আগাম অনুমতি নিয়েছিল বলে দাবি করেছে রিকশা-শ্রমিক সংগঠন৷ বৈধ অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের আজ মিছিল ও ডেপুটেশান দিতে দেয়নি৷ এদিন রিকশা ও ব্যাটারি রিকশা-শ্রমিকরা অফিস লেনে সিটু কার্যালয়ের সামনে সমবেত হন৷ তাঁরা মিছিল শুরু করতে গেলেই পুলিশ তাঁদের বাধা দেয়৷


এ-সব কার্যকলাপের মধ্য দিয়ে ত্রিপুরায় রাজনৈতিক, সাংগঠনিক ও গণতান্ত্রিক অধিকার স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত চলেছে বলে সিটু নেতৃবৃন্দ অভিযোগ করেন৷ পুলিশ দিয়ে আন্দোলন রোখা যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি দেন তাঁরা৷ তাঁদের অভিযোগ, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না৷ মানুষের ভোটাধিকারে বাধা দেওয়া হয়েছে, এখন আন্দোলনও করতে দেওয়া হচ্ছে না, ত্রিপুরা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তাঁরা৷


তাঁরা কটাক্ষের সুরে বলেন, বিপ্লব দেব নেতৃত্বাধীন সরকার রাজ্যকে জেলখানায় পরিণত করেছে৷ বিদ্রুপ করে তাঁরা বলেন, শ্রমিকদের মিছিল আটকে দেওয়ার মধ্য দিয়েই প্রমাণিত হল, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না৷ বরং স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করেছে৷ রাজ্য সরকারের এহেন কার্যকলাপের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিটু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *