নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : অযোধ্যা রায়ে পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। মঙ্গলবার অযোধ্যা রায় নিয়ে আদালতে কোনও আর্জি না জানানোর সিদ্ধান্ত নেয় সুন্নি ওয়াকফ বোর্ড। তবে বুধবার অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড (এআইএমপিএলবি) জানায় এই বিষয়ে তাঁরা সুপ্রিম কোর্টে আর্জি জানাবে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/RAM-MANDIR.jpg)
এই প্রসঙ্গে বোর্ডের তরফ থেকে জানানো হয়, ‘আমরা শুধুমাত্র আমাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করছি। আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বাবরি মসজিদ মামলার বিষয়ে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে পিটিশন দাখিল করব।’ সুন্নি ওয়াকফ বোর্ডের আর্জি না জানানোর সিদ্ধান্ত প্রসঙ্গে মুসলিম ল বোর্ড জানায়, ‘ভারতের সমস্ত মুসলিম সংগঠনই একই পৃষ্ঠায় রয়েছি।’ উল্লেখ্য, মঙ্গলবার সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়েছিল অযোধ্যা মামলায় পাঁচ একর জমিতে মসজিদ গড়ার বিষয়ে পুনর্বিবেচনার আর্জি জানাবে না তাঁরা। সুন্নি ওয়াকফ বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল বিজেপি।
এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শাহানওয়াজ হুসেন বলেন, ‘আমি সুন্নি ওয়াকফ বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই মামলার সঙ্গে জাতীয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ও জড়িয়ে আছে।’ প্রসঙ্গত, গত ৯ নভেম্বর রাম মন্দিরের বিতর্কিত জমি নিয়ে ঐতিহাসিক রায় দেয় দেশের শীর্ষ আদালত। রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমিতে রামমন্দির গড়ার নির্দেশ দেয় প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ। আগামী তিন মাসের মধ্যে ট্রাস্ট গড়ে মন্দির নির্মাণের বন্দোবস্ত করতে বলে সুপ্রিম কোর্ট। জমির পাশে মসজিদ করার ক্ষেত্রে সরকারকে জমি দিতে বলে আদালত। এই রায় পুনর্বিবেচনার জন্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে পিটিশন দাখিল করতে চলেছে মুসলিম বোর্ড।