গ্রামীণ আবাস যোজনায় ২৫ কোটি ১০ লক্ষ টাকা মঞ্জুর, রাজ্যে রেগার জন্য বাড়ল ১ কোটি শ্রমদিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ রাজ্যে রেগা প্রকল্পে আরও এক কোটি শ্রমদিবসের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে অতিরিক্ত ১৮,৩৩৮টি ঘর নির্মাণে ২৫ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে৷ আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারের সাথে দেখা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী এই অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷


এখন পর্যন্ত ত্রিপুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে ৫৩,৮২৭টি ঘর নির্মাণের অনুমোদন পেয়েছিল৷ তার মধ্যে ৩৭,৮২১টি ঘরের জন্য সুবিধাভোগী নথিভুক্ত করেছেন৷ তাতে, ৩৫,৭৪৯ টি ঘরের ইতিমধ্যে জিও ট্যাগ হয়েছে৷ জিও ট্যাগ হওয়া ঘরগুলির মধ্যে ৩৫,২২৬টি ঘরের অর্থ মঞ্জুর করা হয়েছে৷ তার মধ্যে ৩৪,৯৫৪ টি ব্যাঙ্ক একাউন্ট যাচাই করা হয়ে গেছে৷ ত্রিপুরার গ্রামোন্নয়ন দপ্তরের প্রাপ্ত তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত অনুমোদিত ঘরের ২৪,৪৭২টি ঘর নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে৷

আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারের সাথে সাক্ষাৎ করেন৷ তাঁর সাথে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি নিয়ে স্ববিস্তারে আলোচনা করেন৷ মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ত্রিপুরার জন্য অতিরিক্ত ১৮,৩৩৮টি ঘর নির্মাণে ২৫ কোটি ১০ লক্ষ টাকা মঞ্জুর করেছেন৷


এদিকে, রেগায় ত্রিপুরার জন্য আরও ১ কোটি শ্রমদিবসের অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী৷ টুইট করে এ-কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, ত্রিপুরায় রেগায় বাজেট ৩কোটি থেকে বেড়ে ৪ কোটি শ্রমদিবস হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *