প্রটেম স্পিকার হিসেবে শপথ নিলেন কালিদাস

মুম্বই, ২৬ নভেম্বর (হি.স.) মহারাষ্ট্র বিধানসভার প্রটেমস্পিকার হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা কালিদাস কোলাম্বকার। মঙ্গলবার রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান ভগতসিং কোশিয়ারি।

শপথ নেওয়ার পর কালিদাস কোলাম্বকার জানিয়েছেন, বুধবার সকাল ৮টায় নতুন বিধানসভার প্রথম অধিবেশন শুরু হবে। প্রথম পর্যায় নতুন বিধায়করা শপথগ্রহণ নেবে। আটবারের বিধায়ক কালিদাস কোলাম্বকার এবারের বিধানসভা নির্বাচনে ওয়াডালা থেকে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ করা যেতে পারে, এদিন রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র তুলে দেন দেবেন্দ্র ফড়নবিশ। তাঁর আগে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন তিনি।