দুই বছরের জন্য জেএনইউ বন্ধের নিদান স্বামীর

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) :  জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নাম পরিবর্তনের দাবি তুললেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী। পাশাপাশি বিশ্ববিদ্যালয় দুই বছর বন্ধ রাখার নিদান দিলেন তিনি।

সংবিধান দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান এই রাজনীতিবিদ জানিয়েছেন, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুভাষচন্দ্র বসু বিশ্ববিদ্যালয়ের নাম রাখা উচিত। পাশাপাশি একাধিকবার ছাত্র আন্দোলনের ফলে সংবাদের শিরোনামে এসেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এমনকি দেশবিরোধী আন্দোলন করারও অভিযোগ উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের নামে। এই প্রসঙ্গে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করেন স্বামী।  তিনি জানিয়েছেন, দুই বছর বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ রেখে সংস্কার করা উচিত। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন প্রসঙ্গে বলতে গিয়ে স্বামী জানিয়েছেন, গোটা দেশজুড়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নেহেরুর নামে। এখন সেগুলির নাম পরিবর্তন করা প্রয়োজন। জাতীয়তাবাদী নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু। তাঁর নাম পড়ুয়াদের ইতিবাচক প্রভাব ফেলবে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনকে জঙ্গলরাজ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ করা যেতে পারে এর আগে একাধিকবার একই দাবি করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *