নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দুর্নীতি ও ভ্রষ্টাচার চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়৷ মন্ত্রী বিধায়করা দুর্নীতিতে জড়িয়ে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে বলে অভিযোগ৷ বিগত ২০ মাসে মন্ত্রী বিধায়কদের আয় ব্যায় সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন গোপালবাবু৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/Former-MLA-Gopal-roy-briefs-to-media-persons-at-His-residence-Agartala-on-Nov-25-2-1024x683.jpg)
রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ এনেছেন কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি গোপাল রায়৷ রাজ্যে প্রতিদিন খুন সন্ত্রাস, আত্মহত্যা খাদ্যাভ্যাব ও কাজের অভাব রয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ এ বিষয়ে বিস্তারিত পরিসংখ্যানও তিনি তুলে ধরেন৷ বিজেপি’র নেতৃত্বাধীন সরকার ভিষন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করছে না বলেও তিনি অভিযোগ করেন৷ রাজ্যে ৬০ হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না৷ ১০,৩২৩ জনের ভাগ্য নিয়ে সরকার ছিনিমিনি খেলছে৷
বিগত বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছেন গোপালবাবু৷ বামফ্রন্ট সরকারের অপরিণত মস্তিষ্কের ফলেই ১০,৩২৩ শিক্ষকের ভাগ্য ঝুলছে৷ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ এনেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি৷ তিনি বলেন, প্রতিদিন হত্যা, আত্মহত্যা, খুন সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে৷