নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ নভেম্বর ৷৷ ফের মাতাবাড়িতে শুরু হল পশু বলি৷ রবিবার ২১টি পাঠা বলি হয়েছে৷ সেই সাথে ২৭টি পাঠা এবং ২০টি পায়রা উৎসর্গ করা হয়৷ পুনরায় বলি প্রথা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জমাতিয়া হদার মুখপাত্র রত্না সাধন জমাতিয়া৷ তিনি বলি প্রথা চালু হওয়ায় সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/Udaipur-Matabari-glittering-ahead-of-Diwali-3.jpg)
প্রসঙ্গত, গত ২৭ সেপ্ঢেম্বর হাইকোর্টের নির্দেশে রাজ্যের সকল দেবালয়ে পশুবলি বন্ধের নির্দেশ প্রদান করেন৷ সেই নির্দেশ মেনে ২৯ সেপ্ঢেম্বর থেকে মাতাবাড়িতে পশুবলি বন্ধ হয়ে যায়৷ এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালতে আপিল করলে উচ্চ আদালতের রায়ের উপর স্থগিতাদেশ প্রদান করে সর্বোচ্চ আদালত৷ ৮ নভেম্বর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়৷ সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলাটি হিমাচল প্রদেশের অনুরূপ একটি মামলার সাথে যুক্ত করে দেয়ে৷
রবিবার থেকে মাতাবাড়িতে পুনরায় শুরু হলো পাঠা বলি৷ তবে এখন প্রকাশ্যে সবার সামনে দেওয়া হবে না৷ দেওয়া হবে আগে যেখানে দেওয়া হতো সেখানেই, তবে বলি দেওয়ার স্থানের চারিদিকে কালো পলিথিন দিয়ে ঢেকে দিয়ে এরপর বলি দেওয়া হবে৷ রবিবারও এইভাবেই বলি দেওয়া হয়৷ উল্লেখ্য, গত সাতাশ সেপ্ঢেম্বর হাইকোর্ট রাজ্যের সমস্ত দেবালয়ে পশু বলি বন্ধের উপর এক রায় দেন৷ হাইকোর্টের এই রায়ের ভক্তরা উপর ভিত্তি করে মাতাবাড়িতে পশুবলি বন্ধ হয়ে যায়৷উপর ভিত্তি করে মাতাবাড়িতে পশুবলি বন্ধ হয়ে যায়৷
এরপর এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল করলে, গত ৮ নভেম্বর সুপ্রিমকোর্ট হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয়৷ মাননীয় সুপ্রিমকোর্টের এই রায়ের কপি শুক্রবার গোমতী জেলা শাসক ডঃ তরুণ কান্তি দেবনাথের কাছে আসলে, রবিবার থেকে পুনরায় মাতাবাড়িতে পাঠা বলি শুরু করার নির্দেশ দিলে রবিবার থেকে যথারীতি মাতাবাড়িতে পাঠা বলিশুরু হয়৷
এই ব্যাপারে মাতাবাড়ির প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, এই পাঠা বলি মায়ের পূজার অঙ্গ তাই রবিবার থেকে পাঠা বলি শুরু হওয়ায়, মায়ের পূজা এখন পুনরায় সম্পূর্ণ হবে৷ এদিকে বলি চালু হওয়াই খুশি মাতাবাড়িতে বলি দিতে আসা রাজ্যের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মানুষ৷