চুড়াইবাড়িতে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ৭৮ লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত, গ্রেপ্তার ট্রাক চালক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ নভেম্বর৷৷ রাজ্য পুলিশের মহা নির্দেশক এ কে শুক্লা উত্তর জেলার চুরাইবাড়ি ও কদমতলা সফরের প্রাকমুহূর্তে বৃহৎ পরিমাণে নেশাজাতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ ও বিএসএফ জওয়ান৷চুরাইবারি থানা এবং ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়নের যৌথ অভিযান৷ চুড়াইবাড়ি থানাধীন খেরেংজুড়ি এলাকায় অভিযান চালিয়ে আটক এইচআর-৬৩সি-০৯৬৮ নম্বরের ইলেভেন জিরো নাইন মিনি ট্রাক৷ মিনি ট্রাক থেকে উদ্ধার ৮৮০ কেজি নেশাজাতীয় গাঁজা৷ যার বাজারমূল্য প্রায় ৭৮ লক্ষ টাকা৷ সাথে আটক চালক বাদল দেব (৩৯)৷ এই গাঁজাগুলি তেলিয়ামুড়া থেকে গৌহাটি নিয়ে যাচ্ছিলো৷


চুরাইবাড়ি থানার পুলিশ বিপুল পরিমাণ নেশাজাতীয় গাঁজাসহ মিনি ট্রাক ও ট্রাক চালককে তাদের হেফাজতে নিয়ে একটি এন ডি পি এস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷ ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার পানিসাগর বিএসএফ ইন্টিলিজেন্স ব্রাঞ্চের গোপন সূত্রের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশ ও ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়নের জোয়ানরা যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি এইচআর-৬৩সি-০৯৬৮ নম্বরের ইলেভেন জিরো নাইন মিনি ট্রাক আটক করেন৷চুরাইবাড়ি থানাধীন খেরেংজুড়ি এলাকায় অভিযান চালিয়ে মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ক্যেভিনের পেছনের বডিতে সম্পূর্ণ আলাদা করে একটি বক্সের ভেতর সুকৌশলে বিপুল পরিমাণ নেশাজাতীয় গাঁজা মজুদ অবস্থায় দেখতে পান৷এই অভিযানে নেতৃত্ব দেন চুড়াইবাড়ি থানার এস আই সাধন মজুমদার৷


এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর মহাকুমা পুলিশ আধিকারিক রাজিব সূত্রধর সহ ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়নের এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট প্রিয়ব্রত ভেরুয়া সহ বিএসএফ আধিকারিক গন৷তারপর গোপন বক্সের ভেতর থেকে ৮৮ প্যেকেট নেশাজাতীয় গাঁজা উদ্ধার করেন পুলিশ ও বিএসএফ জওয়ান৷প্রতি প্যেকেটে ১০ কেজি করে মোট ৮৮০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ও বিএসএফ জওয়ান৷ যার বাজারমূল্য প্রায় ৭৮ লক্ষ টাকা৷ সাথে আটক করা হয় ইলেভেন জিরো নাইন মিনি ট্রাক চালককে৷ ধৃত চালকের নাম বাদল দেব (৩৯) পিতা মৃত পরেশ দেব৷তেলীয়ামুড়ার মহারানীর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা৷চুরাইবাড়ি থানার পুলিশ উদ্ধারকৃত বিপুল পরিমাণ নেশাজাতীযগাঁজা সহ ট্রাক ও ট্রাক চালককে চুরাইবাড়ি থানার হেফাজতে নিয়ে এসেছে৷ পাশাপাশি একটি এনডিপিএস এক্ট্যে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷


অপরদিকে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সূত্রধর জানান, বিএসএফ ইন্টিলিজেন্স ব্রাঞ্চের গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে একটি মিনি ট্রাক থেকে ৮৮ প্যেকেটে মোট ৮৮০ কেজি নেশাজাতীয় গাঞ্জা উদ্ধার করেন৷ উদ্ধারকৃত গাঁজা বাজার মূল্য প্রায় ৭৮ লক্ষ টাকা বলে জানিয়েছেন মহকুমা আধিকারিক৷ উনি আরো জানান,মিনি ট্রাক চালক বাদল দেবকে আটক করতে সক্ষম হয়েছেন এবং বিপুল পরিমাণ গাঁজা গুলি চালক তেলীয়ামুড়া থেকে গৌহাটি নিয়ে যাচ্ছিলো৷ পাশাপাশি একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ৷
আজকের বিপুল পরিমাণে নেশা বিরোধী অভিযানে অনেকটাই সাফল্য কুড়িয়ে নিলো উত্তর জেলার পুলিশ ও ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *