জলগাঁও(তেলেঙ্গানা), ২৪ নভেম্বর (হি.স.) : তেলেঙ্গানায় দুর্ঘটনার কবলে মন্ত্রীর কনভয়। নিহত দুই। পাশাপাশি গুরুতর আহত তিন।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/ACCIDENT.jpg)
শনিবার রাতে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী এরোবেল্লি দয়াকরের কনভয় হায়দরাবাদ-ওয়াঙ্গগল সড়ক ধরে পাল কুর্তোর দিকে যাচ্ছিল। সেই সময় কনভয়ে থাকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর জখম হন গাড়ির মধ্যে থাকা পাঁচজন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা গাড়ির চালক পার্থসারথী(৩০) এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা এক কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গাড়ির মধ্যে থাকা অপর তিন আরোহী গনমৌন সুরেশ, তাতা রাও এবং সিভা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে যে কনভয়ের একটি গাড়ি উল্টে গেলেও মন্ত্রীর কিছু হয়নি। তিনি অক্ষত রয়েছেন। আহতদের চিকিৎসা জলগাঁওয়ের সরকারি হাসপাতালে হচ্ছে।