নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ পূর্ত ঘোটালায় প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী ব্যক্তিগত দেহরক্ষীকে সিপিএম পার্টি অফিসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে দলের রাজ্য সম্পাদক মন্ডলির সদস্য নারায়ণ করের জামিনের মেয়াদ বেড়েছে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Court-Hammer.jpg)
সরকারি আইনজীবী জানিয়েছেন, গত ১৭ অক্টোবর পশ্চিম আগরতলা থানায় জনৈক প্রদীপ আচার্যী সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলির সদস্য তথা প্রাক্তন সাংসদ নারায়ণ করের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৩৫৩, ২১২ এবং ১২০বি ধারায় মামলা করেছিলেন৷ ওই মামলায় আদালত নারায়ণ করের শর্তাধিন জামিন মঞ্জুর করেছিলেন৷ আজ তার জামিনের মেয়াদ সমাপ্ত হয়েছে৷
তিনি আজ আদালতে আত্মসমর্পন করেছেন৷ আদালত তার জামিনের মেয়াদ ১০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে৷ সাথে প্রতিদিন থানায় হাজিরা দেওয়ার শর্ত তুলে দিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী রঘুনাথ মুখার্জি৷