নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ বাড়িতে ঢুকে মহিলাকে গুলি করার ঘটনায় ধৃত সমির ভট্টাচার্যিকে ২ ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে আদালত৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/07/crime-scene-tape-1024x576.jpg)
সরকারি আইনজীবী জানিয়েছেন, গত ১৬ নভেম্বর ভূবনবনে বাড়িতে ঢুকে উমা সরকারকে গুলি বিদ্ধ করার ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে৷ গত ১৭ নভেম্বর ওই গুলি কাণ্ডে মূল অভিযুক্ত সমির বনিককে গ্রেফতার করেছিলো পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গত ১৯ নভেম্বর সমির ভট্টাচার্যকে গ্রেফতার করেছিলো৷ ওই দিন তাকে আদালতে সোপর্দ করে পুলিশ ২২ নভেম্বর পর্যন্ত হেপাজতে নিয়েছিলো৷ আজ তাকে পুনরায় সোপর্দ করে পুলিশ৷
সাথে তদন্ত রিপোর্ট এবং কেইজ ডায়েরি আদালতে জমা দিয়েছেন তদন্তকারি অফিসার৷ সরকারি আইনজীবী জানিয়েছেন, পুলিশ আদালতে তার রিমান্ডের আবেদন জানিয়েছিলো৷ কিন্তু বাদি-বিবাদি উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত সমির ভট্টাচার্যকে ২ ডিসেম্বর পর্যন্ত জেল হেপাজতে পাঠিয়েছে৷