ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় মৃত্যু ৪ জন পুলিশ কর্মীর, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধার্ঘ্য

লাতেহার (ঝাড়খণ্ড), ২৩ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডে পুরোপুরি খতম হয়নি মাওবাদীরা, চোখে আঙুল দিয়ে তা বুঝিয়ে দিল মাওবাদীরাই। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় মাওবাদী-হামলায় প্রাণ হারালেন ৪ জন পুলিশ কর্মী। মৃত পুলিশ কর্মীদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টরও রয়েছেন। শুক্রবার রাত ৮.৩০ মিনিট নাগাদ লাতেহার জেলার চন্দবা থানার অন্তর্গত লুকিয়াতন্দ গ্রামের কাছে পুলিশ কর্মীদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সশস্ত্র মাওবাদীরা। আচমকা মাও-হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন পুলিশ কর্মী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়।

অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (এডিজিপি) মুরারী লাল মীনা জানিয়েছেন, শুক্রবার রাতে লাতেহার জেলায় মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন একজন সাব-ইন্সপেক্টর-সহ ৪ জন পুলিশ কর্মী। মৃত পুলিশ কর্মীদের নাম হল-এএসআই সুকরা ওরাওঁ, হোম গার্ড জওয়ান সিকান্দার সিং, যমুনা প্রসাদ এবং শম্ভু প্রসাদ। মাওবাদী হামলার তীব্র নিন্দা করে ৪ জন পুলিশ কর্মীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। শনিবার সকালে ৪ জন পুলিশ কর্মীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়।  

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং শুক্রবার (২২ নভেম্বর) বিজেপির কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে দাবি করেছিলেন, ‘নকশাল-মুক্ত হয়েছে ঝাড়খণ্ড’। কিন্তু, অমিত ও নাড্ডার এই দাবি পুরোপুরি ভুল প্রমাণিত করল মাওবাদীরা। শুক্রবার রাতে ভয়াবহ হামলা চালিয়ে নিজেদের অস্তিত্ব ফের জানান দিল মাওবাদীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *