নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ রাজধানীর বনেদীসুকল উমাকান্ত অ্যাকাডেমীতে ছাত্রশিক্ষক মিলে গণ টুকাটুকি খবর বের হওয়ার পর রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা উমাকান্ত সুকলে ছুটে যান৷ সেখানে গিয়ে সকল বিষয়ে খোঁজ খবর নেন৷
শিক্ষা দপ্তরের অধিকর্তার উপর দুই দিনের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দিতে শিক্ষা মন্ত্রী নির্দেশ প্রদান করেন৷ খবরের কাগজে সুকল বিষয়ক সংবাদ দেখে খোদ মন্ত্রী এবিষয়ে খোঁজ খবর নিতে সুকলে ছুটে গেছেন রাজ্যের ইতিহাসে এ প্রথম ঘটনা৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথের নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে যে প্রয়াস নিয়েছেন মন্ত্রীর এভূমিকা তাতে এক অন্যান্য নজীর গড়ল৷
এদিকে সকল বিষয়ে জানার চেষ্টা করে মন্ত্রী রতনলাল নাথ বলেন রাজ্যের বনেদী সুকলে এধরনের কার্যকলাপ ঘটে থাকলে অবশ্যই তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে৷