কলকাতা, ২২ নভেম্বর (হি.স): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইডেনে ঘণ্টা বাজিয়ে গোলাপী বলে খেলা শুরুর কথা ঘোষণা করলেন বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা । পাশেই ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেখ হাসিনা দুই দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন ।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/IMG-20191122-WA0019-1024x734.jpg)
এই টেস্ট উপলক্ষে শুক্রবার সকালেই শহরে এসে পৌঁছেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । এই টেস্ট উপলক্ষে ইডেন সাক্ষী থাকল একঝাঁক তারকারও । ক্রিকেটারদের মধ্যে উপস্থিত থাকলেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, সদাগোপান রমেশ, সাবা করিম, সুনীল যোশী, অজিত আগরকর, ভেঙ্কটেশ প্রসাদ, কপিল দেব, দিলীপ বেঙ্গসরকর, মহম্মদ আজহারউদ্দিন, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ফারুখ ইঞ্জিনিয়ার, চাঁদু বোর্দে । ক্রিকেট ছাড়াও অন্য খেলার ক্রীড়াবিদদের তালিকাও কম আকর্ষণীয় নয় । পুলেল্লা গোপীচন্দ, পিভি সিন্ধু, অভিনব বিন্দ্রা, সানিয়া মির্জা, মেরি কমরাও থাকলেন শুক্রবারের ইডেনে । বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে থাকলেন নইমুর রহমান, মাহমুদুল হাসান, মেহারাব হোসেন, হাসিবুল হুসেন, শাহরিয়র হোসেন বিদ্যুৎ, কাজি হাবিবুল বাশার, আক্রম খানরা ।
শুক্রবার সকাল থেকে শহর জুড়ে সব রাস্তার গন্তব্য থাকল একটাই । শুধু এপাড় বাংলার ক্রিকেটপ্রেমীরাই নন, হাজারে হাজারে দেখা গেল ওপাড় বাংলার ক্রিকেটপ্রেমীদেরও । বাংলাদেশের জার্সি গায়ে, হাতে বাজনা নিয়ে বাউলদেরও দেখা গেল ইডেনে । গায়ে ডোরাকাটা বাঘ আঁকা সমর্থককেও দেখা গেল ক্রিকেটের নন্দন কাননের গ্যালারিতে ।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক । কিন্তু তাঁর সিদ্ধান্ত কার্যকর হল না । ইডেনে প্রথম দিনই তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ । এখন ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ ।গোলাপি বলে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত-বাংলাদেশ । সবই আছে । ক্রিকেটটাই শুধু যেন নেই ইডেনে । এই টেস্ট নিয়ে এত উত্সাহ, উদ্দীপনা । কিন্তু সব কিছুতেই যেন জল ঢেলে দিল বাংলাদেশের দুর্বল ব্যাটিং । এখন সবার মনে একটাই প্রশ্ন, টেস্ট তিনদিন গড়াবে তো ?
ঐতিহাসিক ইডেন টেস্টে প্রথম বল করেছিলেন ইশান্ত শর্মা । প্রথম বল খেলেছিলেন শাদমান ইসলাম । সঙ্গে সঙ্গে ইতিহাসের অঙ্গ হয়ে গিয়েছিলেন এই দু’জন । ইশান্ত আবার গোলাপি বলে প্রথম উইকেটও নিয়েছিলেন । তাঁর বলে এলবিডব্লিউ হয়েছিলেন ইমরুল কায়েস (৪) । বাংলাদেশের রান ৫০ও পেরোয়নি। তখনই চার উইকেট খুইয়ে বসে থাকে তারা । উমেশ যাদব পেয়েছেন দুই উইকেট । এক উইকেট শামির।
প্রথম ঘণ্টাতেই চার উইকেট । উমেশ যাদব ম্যাচের এগারোতম ওভারে ফেরালেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক ও মহম্মদ মিঠুনকে । ১৭ রানে পড়ে গিয়েছিল তিন উইকেট । চতুর্থ উইকেট পড়ল ২৬ রানে। এবং ড্রিঙ্কসের পরই পড়ল পঞ্চম উইকেট । স্কোরবোর্ডে তখন মাত্র ৩৮ । এরপরে আরও একটি উইকেট পরে ।
ইডেনের ভারত-বাংলাদেশ ম্যাচের উত্তেজনা সাম্প্রতিক টেস্ট ম্যাচ ঘিরে এর আগে দেখা যায়নি । টেস্ট ১ নম্বর দল হওয়া সত্বেও ভারতের কোথাও মাঠ অর্ধেকের বেশি ভরে না । সেখানে ইডেনে গোলাপি বলের টেস্ট উপলক্ষ্যে প্রথম চারদিনের টিকিট শেষ । হাহাকার পড়ে গেছে কলকাতা জুড়ে । অফলাইনে টিকিট ছাড়া হয়নি । তার মধ্যে টিকিটের কালোবাজারি করতে গিয়ে ধরা পড়েছে তিনজন ।
মাসখানেক আগে যুবভারতীর সবুজ গালিচায় বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলতে নেমেছিল ভারত-বাংলাদেশ । রবীন্দ্রনাথের লেখা গান ‘জনগণমন’ ও ‘আমার সোনার বাংলা’ শুনেছিল ৬০ হাজারের বেশি মানুষ । ফুটবলের মক্কায় দু’দেশ নামলেও ক্রিকেটের নন্দন কাননে এর আগে দেখা হয়নি ভারত-বাংলাদেশের । এই প্রথম ক্রিকেটের আঙিনায় ইডেন গার্ডেনসে নেমেছে দু’দল । তাও আবার ঐতিহাসিক দিন-রাতের ম্যাচে । জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে শোনা গেল দু’দেশের জাতীয় সঙ্গীত। ভারতের বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই ইডেনে এক হয়ে গেল দুই বাংলার আবেগ ।