এডিসি’র অধিক ক্ষমতায়ণে গুচ্ছ প্রস্তাবে সায় রাজ্য মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ এডিসির অধিক ক্ষমতায়ণে কেন্দ্রীয় সরকারকে পাঠানো গুচ্ছ প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা৷ এক্ষেত্রে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে আঞ্চলিক পরিষদে উন্নীতকরণে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ সম্প্রতি, কেন্দ্রীয় সরকার এডিসির অধিক ক্ষমতায়ণে প্রশ্ণমালা পাঠিয়ে মতামত জানতে চেয়েছিল৷ রাজ্য সরকার কেন্দ্রের কাছে এডিসির অধিক ক্ষমতায়ণে নয়টি মতামত পাঠিয়েছে৷


বুধবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্য সরকার এডিসিতে ত্রিশটি আসন থেকে বেড়ে পঞ্চাশ আসন করার প্রস্তাব দিয়েছে৷ তার মধ্যে ছয়জন সদস্য মনোনিত রাখার কথা বলা হয়েছে৷ তিনি জানান, বাকি সদস্যদের মধ্যে মহিলাদের জন্য তিনটি আসন সংরক্ষিত রাখা হোক, চাইছে রাজ্য সরকার৷ জনজাতির ঊনিশটি সম্প্রদায়ের মধ্য থেকে নেওয়া হোক তাদের যারা কোনও ধরনের সাংবিধানিক প্রতিনিধিত্ব করছেন না৷


তিনি আরও জানান, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ স্বশাসিত জেলা পরিষদ তিপ্রা টেরোটরিয়াল কাউন্সিল অথবা তিপ্রা আঞ্চলিক পরিষদ নামে মন্ত্রিসভা নামে মন্ত্রিসভা সিলমোহর দিয়েছে৷ এডিসি এলাকার ওই নাম কেন্দ্রে কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী৷ তিনি আরও জানান, প্রস্তাবে রাজ্যপাল আঞ্চলিক পরিষদের নির্বাচনে সচিব স্তরের কোনও আধিকারীককে নিযুক্তির বিষয়টি রাখা হয়েছে৷ সাতে তিনি যোগ করেন, আঞ্চলিক পরিষদে ত্রিস্তরিয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থাপনা থাকবে৷ তাতে, ভিলেজ কাউন্সিল, ব্লক কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কাউন্সিল গঠিত হবে৷


আইনমন্ত্রী আরও জানান, নতুন আঞ্চলিক পরিকল্পনা কমিটি গঠনের ব্যবস্থা রাখা হয়েছে৷ ব্লক কাউন্সিল ও মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান এবং নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হবে এই কমিটি৷ তিনি আরও জানান, সংবিধানের একাদশ তপশিল মোতাবেক শিল্প, যোগাযোগ, নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা, কৃষি, মৎস্য দপ্তর সহ ২৯টি দপ্তর আঞ্চলিক পরিষদকে হস্তান্তর করা হবে৷ সাথে তিনি বলেন, সংবিধানের দ্বাদশ তপশিল মোতাবেক তিপ্রা আঞ্চলিক পরিষদকে পূর্ণ ক্ষমতা দেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে৷


আইনমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার আরও একটি বিষয় প্রস্তাবে যুক্ত করেছে৷ তাতে সংবিধানের ষষ্ঠ তপশিলের অনুচ্ছেদ তিন মোতাবেক জমি ও সম্পত্তি হস্তান্তর, অধিগ্রহণ ও ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, মন্ত্রিসভা সংবিধানের ষষ্ঠ তপশিলের অনুচ্ছেদের ১ (ক) থেকে ১০ পর্যন্ত সমস্ত ক্ষমতা উত্তর কাছাড় হিলস অটোনোমাস কাউন্সিল এবং কার্বিআলং অটোনোমাস কাউন্সিলের ধাঁচে প্রদানে অনুমোদন দিয়েছে৷


তিনি জানান, মন্ত্রিসভার এই সিদ্ধান্ত ও প্রস্তাবগুলি সেন্ট্রাল স্টেন্ডিং কমিটির কাছে এবং তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *