ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) :  নেপালে ভূমিকম্প | মঙ্গলবার সন্ধ্যার এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দিল্লি, লখনউ সহ উত্তর ভারত।এদিন অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩ | এর উৎসস্থল ছিল নেপালের খাপটাদ ন্যাশনাল পার্ক।

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, দিল্লি, লখনউ সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের খাপটাদ ন্যাশনাল পার্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়ে ৫.৩ । তবে এই কম্পনের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

প্রাথমিক ভাবে পাওয়া খবর অনুযায়ী, মূলত ভারত-নেপাল সীমান্তেই প্রথমে ভূমিকম্প হয়। আর তার রেশই চলে দিল্লি, এনসিআর এবং উত্তর ভারতে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা দেখা গিয়েছে ৫.৩।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী এই ভূকম্পনের উৎসস্থল আসে নেপালের খাপটাদ ন্যাশনাল পার্ক। ভূপৃষ্ঠের ১.৩ কিমি গভীরে কম্পন হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল নেপালে। সে বার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল গোটা নেপাল। বহু বিল্ডিং ভেঙে পড়ার পাশাপাশি কমপক্ষে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *