গুজবে কান দেবেন না,ভালো আছি আমি বার্তা নুসরতের

কলকাতা,২০ নভেম্বর (হি.স.) : স্বামী নিখিল জৈনের জন্মদিনের দিন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তারকা সাংসদ নুসরত  |  তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে|কিন্তু নুসরতের অসুস্থতা ঘিরে শুরু হয়েছিল জল্পনা |  গুজব রটেছিলো তারকা সাংসদ নাকি ঘুমের  ওষুধ খেয়েছিলেন সেই কারণেই অসুস্থ | কিন্তু ইন্সট্রাগ্রামে ভিডিও পোস্ট করে   সেইসব  গুজবে কান দিতে  বারণ করেছেন তারকা সাংসদ নুসরত |

ভিডিও পোস্ট করে নুসরত বলেন, ‘আমি ভালো আছি | অ্যাস্থমা থেকে ডাস্ট অ্যালার্জি সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম |এখন অনেকটাই বেটার ফিল করছি | খুব শীঘ্রই কাজে যোগ দেবো ৷দু-তিন দিন রেস্ট নিয়েই কাজে যোগ দেবো | তবে কেউ কোনও রকম গুজবে কান দেবেন না| প্রচুর কাজ পড়ে আছে| আপনাদের ভালোবাসাতেই সুস্থ হয়েছি |

প্রসঙ্গত ,রবিবার নুসরত জাহানের স্বামী নিখিল জৈনের জন্মদিনের পার্টিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন|তারপরেই বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় |  রাখা হয় আইসিসিউতে| সোমবার বিকেলে বাড়ি ফেরেন অভিনেত্রী| তবে,হাসপাতালের তরফে ফুলবাগান থানায় ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করা হয়েছিল । কিন্তু পুরোটা যে গুজব, তা সাফ জানিয়ে দেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *