![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/terroist.jpg)
শিলং (মেঘালয়), ১৯ নভেম্বর (হি.স.) : সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম জঙ্গি সংগঠন মেঘালয়ের ‘হাইনেউত্রিপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল’ সংক্ষেপে এইচএনএলসি। নাশকতা এবং সমাজবিরোধী কার্যকলাপের দায়ে কেন্দ্রীয় সরকার এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র মন্ত্ৰকের এক বিবৃতিতে এই তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, এইচএনএসি খাসি এবং জয়ন্তীয়া জনজাতি অধ্যুষিত অঞ্চলকে ভারতীয় মূল ভূখণ্ড থেকে পৃথক করার দাবিতে নানা ধরনের হিংসাত্মক ও ভারতবিরোধী কার্যকলাপ অব্যাহত রেখেছে। তাছাড়া, জঙ্গি সংগঠনের সদস্যরা অবৈধভাবে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে সাধারণ নাগরিকদের কাছ থেকে তোলা আদায় করে ব্যতিব্যস্ত করে তোলার অভিযোগও তুলেছে কেন্দ্র। এইচএনএলসি উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৰ্ক স্থাপন, আগ্নেয়াস্ত্ৰ ক্ৰয় এবং বাংলাদেশে ক্যাম্প স্থাপন করে সংগনের সদস্যদের সশস্ত্র প্ৰশিক্ষণ দিচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে কেন্দ্ৰীয় সরকার বলেছে, এইচএনএলসি-র কার্যকলাপ ভারতের অখণ্ডতা এবং একতার প্ৰতি এক হুমকি। বলা হয়েছে ‘জঙ্গি সংগঠনটিকে শীঘ্রই নিয়ন্ত্ৰণে না আনলে অদূর ভবিষ্যতে এরা নতুন সদস্য ভরতি, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ক্ৰয় করে আরও হিংসাত্মক কার্যকলাপত লিপ্ত হবে। যার পরিণতিতে সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনী সদস্যদের প্ৰাণহানির মতো ঘটনা ঘটতে পারে।’ তাই সংগঠনের সব ধরনের কার্যকলাপ পর্যালোচনা করে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র মন্ত্রক এইচএনএসি-কে বেআইনি কার্যকলাপ আইন ১৯৬৭-এ অধীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০০০ সালে এইচএনএলসি-কে নিষিদ্ধ করা হলেও পরবৰ্তীতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।