![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/11/TH26-Mohan-BHAGWAT2.jpg)
নাগপুর, ১৯ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে রাজনৈতিক রেষারেষিকে কটাক্ষ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত। নাগপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, প্রকৃতির ক্ষতি মানে মানুষের ক্ষতি। এটা জানা সত্বেও মানুষ নিজেদের অভ্যাস পরিবর্তন করবে না। ঝগড়া করে কোনও ফায়দা নেই জেনেও সমাজে ঝগড়া হয়। মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে রাজনৈতিক দলগুলির রেষারেষিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন আরএসএসের সরসঙ্ঘচালক।
মঙ্গলবার নাগপুরের চিটনবিশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ মোহন ভাগবত জানিয়েছেন, স্বার্থ থেকেই সমাজে এত ঝগড়া এবং নেতিবাচক শক্তির বাড়বাড়ন্ত। স্বার্থ কোনও ব্যক্তির হতে পারে। কিন্তু তাতে দেশের ভাল হয় না। উল্টে খারাপ হয়। স্বার্থ খারাপ জেনেও কেউ সেটিকে পরিত্যাগ করে না।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোট জয়যুক্ত হলেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিজেপির সঙ্গে জোট ছিন্ন করে এনডিএ থেকে বেরিয়ে আসে শিবসেনা। এর ফলে বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে ওই রাজ্যে । কিন্তু বিজেপি ও শিবসেনার ঝগড়া এখনও থামছে না।
গত ৫ নভেম্বর সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবতের সঙ্গে দেখা নিজের দলের অবস্থান স্পষ্ট করেন দেবেন্দ্র ফড়নবিশ। ৭ নভেম্বর এক অনুষ্ঠানে মোহন ভাগবত জানিয়েছিলেন, ব্যক্তি এবং সমাজে পারিস্পারিক সৌহার্দ্যবোধ থাকাটা একান্ত জরুরি। আত্মীয়তা যে কোনও সম্পর্কের ভিত্তি। সরসঙ্ঘচালকের এমন আহ্বানের পরেও বিজেপি এবং শিবসেনার মধ্যে সম্পর্কের বরফ এখনও গলেনি।