নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ রাজ্যে প্রায় ৭০ লক্ষ টাকার ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় পুলিশ হ্যাকারদের চিহ্ণিত করতে পেরেছে৷ তারা তুরস্কের বাসিন্দা৷ তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে৷ এখন পর্যন্ত প্রায় ২৮টি মামলা হয়েছে ব্যাঙ্ক প্রতারণার৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/565656565656565.jpg)
সদরের এসডিপিও ধ্রুব নাথ জানিয়েছেন, প্রত্যেকের টাকা ব্যাঙ্ক ফেরত দেবে৷ কারণ, সমস্ত ঘটনায় ওটিপি দেওয়ার মতো কোনও কিছু হয়নি৷ এক্ষেত্রে হ্যাকাররা এটিএম-এ স্ক্যানার লাগিয়ে টাকা হাতিয়েছে৷ তাঁর দাবি, আরবিআই-এর নির্দেশিকা মোতাবেক ওটিপি না দিলে প্রতারণার সমস্ত ঘটনায় আমানতকারীর টাকা ব্যাঙ্ক ফেরত দিতে বাধ্য৷ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দিব্যেন্দু চৌধুরী জানিয়েছেন, এ-ধরনের ঘটনায় ব্যাঙ্কের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে৷ সেই মোতাবেক আবেদন জানালে গ্রাহকদের খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হবে৷ দুঃশ্চিন্তার কোনও কারণ নেই, অভয় দিয়ে বলেন তিনি৷
রাজ্যে গত কয়েকদিনে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকদের প্রায় ৭০ লক্ষ টাকা লুটে নিয়ে গেছে হ্যাকাররা৷ পশ্চিম আগরতলা থানায় মোট ২৮টি মামলা হয়েছে ব্যাঙ্ক প্রতারণার৷ এই ঘটনায় সোমবার দিনভর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিভিন্ন শাখায় গ্রাহকরা এটিএম ব্লক করার জন্য হাজির হন৷ পুলিশ এই জালিয়াতির ঘটনায় ৪-টি এটিএম চিহ্ণিত করতে পেরেছে৷ গত ৩ নভেম্বর বটতলা, ইন্দ্রনগর, কামান চৌমুহনি স্টেট ব্যাঙ্ক অভ ইন্ডিয়ার এটিএম কাউন্টার এবং পোস্ট অফিস চৌমুহানিস্থিত ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের এটিএম থেকে যারাই টাকা তুলেছেন তাঁদের এটিএম হ্যাক হয়েছে৷
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দিব্যেন্দু চৌধুরী আজ বলেন, যে এটিএম কাউন্টার থেকে হ্যাক হয়েছে সেই কাউন্টারে যাঁরা গেছেন তাঁদের সকলের এটিএম আপাতত ব্লক করে দেওয়া হয়েছে৷ এছাড়া কয়েকটি সন্দেহজনক এটিএম কাউন্টারে যাঁরা গেছেন তাঁদের এটিএমও ব্লক করে দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, নিরাপত্তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, রাজ্যের সমস্ত এটিএম কাউন্টারে বিশেষ নজরদারি চালানো হচ্ছে৷ সেক্ষেত্রে এটিএম হ্যাক হওয়ার নতুন কোনও ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে না৷
এদিকে আজ সদরের এসডিপিও ধ্রুব নাথ জানিয়েছেন, এটিএম হ্যাক করে ব্যাঙ্ক জালিয়াতির সাথে তুরস্কের দুই বাসিন্দার যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে৷ তাদের বিরুদ্ধে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ লুকআউট নোটিশ জারি করেছে৷ তাদের নাম ফেতাহ্ আলদেমির এবং হাকান জানবোর্কান৷ তাঁর দাবি, খুব শীঘ্রই তাদের জালে তোলা সম্ভব হবে৷ এদিন তিনি জানান, পুলিশের সাইবার সেল খুব তৎপরতার সাথে তদন্ত চালিয়ে যাচ্ছে৷ এতে অপরাধীদের ধরা খুব কঠিন কাজ বলে মনে হচ্ছে না৷ তিনি বলেন, ব্যাঙ্ক জালিয়াতির ক্ষেত্রে কোনও গ্রাহক যদি অটিপি কাউকে না দিয়ে থাকেন, তা-হলে তার খোয়ানো সমস্ত টাকা ব্যাঙ্ক ফেরত দিতে বাধ্য৷ আরবিআই-এর নির্দেশিকায় এমনটাই বলা আছে৷
এ-বিষয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দিব্যেন্দু চৌধুরী বলেন, কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি করা হলে ব্যাঙ্কের নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জানালে সেই টাকা ফেরত দেওয়া হবে৷ তবে, ত্রিপুরাবাসীর মন থেকে ভয় দূর হচ্ছে না৷