নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর ৷৷ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন গোয়েন্দা বিভাগের যুগ্ম উপধিকর্তা হিসেবে ডেপুটেশনে যোগ দিতে যাচ্ছেন রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার এবং সাথে ভিজিল্যান্সের পুলিশ সুপারের অতিরিক্ত দায়িত্বে থাকা আইপিএস অফিসার অভিজিৎ জয়কৃষ্ণান সপ্তর্ষি৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Tripura-Police.jpg)
তাই, রাজ্য পুুলিশের নিরাপত্তা বিভাগের পুলিশ সুপার শংকর দেবনাথকে স্পেশাল ব্রাঞ্চ এবং ভিজিল্যান্সের পুলিশ সুপারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে৷ জানা গেছে, অভিজিৎ সপ্তর্ষি চার বছরের জন্য ডেপুটেশনে যাচ্ছেন৷ তাই, আজই তাঁকে ডেপুটেশনে যাওয়ার অনুমতি দিয়েছে রাজ্য সরকার৷