লাল গেরুয়ার হিংসায় উত্তপ্ত খয়েরপুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ খয়েরপুরে সিপিএমের জনসভা শেষে ফেরার সময় বাসে হামলা চালিয়েছে দুসৃকতিরা৷ তাতে পুরুষ মহিলা সহ কমপক্ষে নয় জন আহত হয়েছে৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আহতদের আগরতলা সরকারী মেডিকেল কলেজেরে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে৷ আহতদের মধ্যে চারজন মহিলাও আছেন৷ এর মধ্যে গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা কমিটির সদস্যা বিনা দেববর্মাও রয়েছেন৷ এদিনের ঘটনার সাথে শাসক দলের দুসৃকতিরা জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর৷


সংবাদে প্রকাশ, পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী রবিবার খয়েরপুর বাজারে সিপিএমের ডাকে একটি মিছিল ও সভার আয়োজন করা হয়৷ এই মিছিল ও সভার জন্য পুলিশের তরফ থেকে অনুমতিও নেওয়া হয়েছিল বলে খবরে প্রকাশ৷ মিছিল ও সভায় নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর৷ তিনি সেখানে সভায় বক্তব্যও রাখেন৷ সভার কাজ শেষ হওয়ার পর গাড়িতে করে কর্মী সমর্থকরা বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল৷


গাড়িতে উঠে কর্মী সমর্থকরা যখন স্থানীয় পার্টি অফিসের সামনে যায় তখনই ত্রিশ চল্লিশ জনের দুসৃকতি দল পাথর ছুড়ে মারতে থাকে ভাড়া করে ওই বাসে৷ বাসের জানালা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷ তাছাড়া লাঠি সোটা নিয়েও হামলা চালানো হয়৷ তাতে কমপক্ষে ন! জন আহত হয়েছেন৷ এমনকি গাড়ির চালককেও মারধর করা হয়৷ পরিস্থিতি বেগতিক দেখে চালক বাস নিয়ে আগরতলা শহরের দিকে ছুটে আসে এবং কোনও রকমে আগরতলা পূর্ব থানায় বাসটি ঢুকিয়ে দেয়৷ পুলিশ, আহতদের সাথে সাথে আগরতলা সরকারী মেডিকেল কলেজের ট্রমা সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেছে৷ অনেকের মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে৷


এদিকে, প্রাক্তন বিধায়ক পবিত্র কর অভিযোগ করেছেন, এদিন যারা হামলা চালিয়েছে তারা ত্যেকেই বিজেপি দলের৷ তারা খয়েরপুরে বাসে হামলা চালিয়েই থেমে থাকেনি৷ চালক যখন বাস চালিয়ে আগরতলার দিকে আসে৷ তখন পিছন পিছন ধাওয়া করে হামলাকারীরা৷ চালক সাহসিকতার পরিচয় দিয়ে প্রাণ রক্ষার্থে পূর্ব থানায় ঢুকিয়ে দেয় বাসটি৷ তখন হামলাকারীরা পিছু হটে৷ তিনি বলেন, খয়েরপুরে হামলার ঘটনা পুলিশের সামনে সংঘটিত হয়েছে৷ কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ৷ পুলিশের এই ভূমিকায় তিনি গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন৷


এদিকে, আজকে খয়েরপুর বাজারে সিপিএমের ডাকা মিছিল চলাকালে বিজেপি কার্যকর্তা রাকেশ সাহা এবং রাকেশ দেবনাথ তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিলো৷ তাদের সামনে মিছিল পৌঁছানোর পর বিজেপির কার্যকর্তা হিসাবে চিহ্ণিত করে তাদের ওপর আচমকা পবিত্র করের দুষৃকতীরা আক্রমণ সংগঠিত করে৷ তাতে তারা বেহুশ হয়ে রাস্তার ধারে পড়ে যায় ৷ বিজেপির অন্যান্য কার্যকর্তারা, সাধারণ মানুষ যখন আসে তখন তাদেরকে হাসপাতলে নিয়ে যাওয়া হয় এবং জানা যায় দুজনেরই হাতে প্রচন্ড আঘাত পেয়েছে৷ মাথায়ও আঘাত পেয়েছে৷ আক্রমণকারী দের চিহ্ণিত করা হয়েছে৷

তাব মধ্যে রয়েছে গৌতম দত্ত ,প্রদীপ কর , সদারঞ্জন দেব , পরেশ পাল , তরুণ দত্ত , শিবু পাল৷ তাদের নেতৃত্বে তাদের সাঙ্গ-পাঙ্গরা সংগঠিতভাবে পূর্বপরিকল্পিতভাবে এই ঘটনাকে ঘটিয়েছে৷ ২৫ বছরের মতো এখনো শান্তির পরিবেশ কে নষ্ট করছে সিপিএম৷ বিজেপির পক্ষ থেকে এফআইআর করা হয়েছে তাদের নামে৷ বিজেপি এই ন্যাক্কারজনক ঘটনাকে ধিক্কার জানায় এবং প্রশাসনের কাছে সুষ্ঠ এবং কঠোর শাস্তির দাবি জানায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *