নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ নাবালিকা ধর্ষন মামলায় মাত্র ৬ মাসের মধ্যেই যাবজ্জীবন কারাদন্ডের রায় শোনালেন বিশেষ আদালতের বিচারক৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/RAPE.jpg)
ঘটনার বিবরনে যানা যায় গত ৯ মে বিকাল বেলা ১০ বছরের নাবালিকাটি বাড়িতে একা ছিল৷ তার মা বাবা দুজনেই জুমের কাজে ব্যস্ত ছিল৷ সেই সুযোগে প্রতিবেশী সবিরাম রিয়াং বিসুকটের লোভ দেখিয়ে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করে৷ পরবর্তি সময় নাবালিকাটি তার মা বাবাকে কিছুই বলেনি৷ নাবালিকা মেয়েটি অসুস্থ হয়ে পরে৷ তার মা-বাবা মেয়েটিকে আসামের মাকুন্দা হাসপাতালে নিয়ে যায়৷
পরে চিকিৎসকরা পরিক্ষা নিরিক্ষা করে মেয়েটি মা-বাবাকে থানায় ঘটনার বিষয়ে জানানোর জন্য বলে৷ এরপর ১২ মে, দামছড়া থানায় মামলা দায়ের করা হয়৷ পরবর্তী সময় বিশেষ আদালতে মামালা দায়ের হয়৷ তদন্ত শুরু হয়৷ তদন্তকারী অফিসার হিসাবে দায়িত্ব পালন করে দামছড়া থানার এস আই এল.এল ডার্লং৷ এই মামলায় মোট ১৬ জনের সাক্ষ গ্রহন করা হয়৷ সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবি সুদর্শন শর্মা৷ নাবালিকা ধর্ষন মামলায় মাত্র ৬ মাসের মধ্যেই যাবজ্জীবন কারাদন্ডের রায় শোনালেন বিশেষ আদালতের বিচারক৷
১৬ জন সাক্ষীর সাক্ষ দানের পর গত ১৪ নভেম্বর দোষী সাব্যস্ত করা হয় দামছড়ার সেরে চন্দ্রপারার ২২ বছরের যুবক সবিরাম রিয়াংকে৷ শনিবার ১৬ই নভেম্বর তাকে যাবদজীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক বলে জানান সরকার পক্ষের আইনজীবি সুদর্শন সর্মা৷নারীদের সুরক্ষার জন্য আদালত এই ধরনের মামলা বিশেষ আদালতের মাধ্যমে কম সময়েই শাস্তি প্রদানের দেওয়ার পরিকল্পনা গ্রহন করেছে৷ আদালতের রায়ে খুশি নির্যাতিতা নাবালিকার পরিবার৷