বর্তমান রাজ্য সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ বর্তমান রাজ্য সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে৷ কারণ গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে সংবাদপত্রের স্বাধীনতা থাকা একান্ত আবশ্যক৷ শনিবার আগরতলা প্রেসক্লাবে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ তিনি আরও বলেন সরকারের কোন ভুল ত্রুটি থাকলে সেগুলি ইতিবাচক মনোভাব নিয়ে প্রকাশ করতে সাংবাদিকদের এগিয়ে আসা প্রয়োজন৷


এদিন সেমিনারে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যেসকল উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সংবাদ পরিবেশিত হোক তা রাজ্য সরকার চায়৷ সম্প্রতি কালে বিভিন্ন সংবাদপত্রে বেশ কয়েকটি সংবাদের বিষয়বস্তু উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন পাঠকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে৷ প্রথম থেকে সঠিক তথ্য জেনে যদি সংবাদ পরিবেশন করা হত তাহলে এই বিভ্রান্তি সৃষ্টি হত না৷ তিনি বলেন, কোন সংবাদ পরিবেশনার সময় সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য থাকলেই তা সত্যতার সঙ্গে গ্রহণ করে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর করেছে৷ এছাড়া সাংবাদিকদের আবাসনের জন্য জমি দেওয়ার ব্যাপারেও রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্য সরকার ত্রিপুরাকে মডেল রাজ্য বানাবার যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়িত করতে সাংবাদিক সহ রাজ্যের সকল অংশের মানুষকে এগিয়ে আসার অহ্বান জানান মুখ্যমন্ত্রী৷


এদিকে, অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার বলেন, আজকের দিনটি সাংবাদিকদের আত্মবিশ্লেষণের দিন৷ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার রাজ্যের সংবাদপত্র ও সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন সিদ্ধান্ত কার্যকর করেছে৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশান রুলস নতুন করে তৈরী করা, সংবাদপত্রের বিজ্ঞাপনের হার সংশোধন করে বৃদ্ধি করা, ত্রিপুরা অ্যাডভারটাইজমেন্ট রুলস ২০০৯ এর সংশোধন করার উদ্যোগ গ্রহণ করা, সাংবাদিকদের মাসিক পেনশন এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা করা ইত্যাদি৷


এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, রাজ্য সরকারের তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম. এল. দে, অধিকর্তা রতন বিশ্বাস, আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল কুমার দে সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বরিষ্ট সাংবাদিক সঞ্জীব দেবের হাতে সংবর্ধনাস্বরূপ শাল ও মানপত্র তুলে দেন৷
প্রসঙ্গত, শনিবার কৈলাসহর, অমরপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় প্রেস দিবস পালন করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *