নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): উত্তেজনাপূর্ণ খবর পরিবেশন করাই এখনকার ট্রেন্ড, কিন্তু উত্তেজনাপূর্ণ খবর মানেই সংবেদনহীন সংবাদ| শনিবার, ১৬ নভেম্বর জাতীয় প্রেস দিবসে এমনই উদ্বেগ প্রকাশ করলেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু| জাতীয় প্রেস দিবস (ন্যাশনাল প্রেস ডে) উপলক্ষ্যে দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু বলেছেন, ‘অতীতে, সংবাদ মানে শুধুই সংবাদই হতো, কখনই খবরের ভুল ব্যাখ্যা করা হত না| এখন সংবাদ এবং দৃষ্টিভঙ্গিকে মিশিয়ে ফেলা হচ্ছে, এটাই সমস্যা|

উদ্বেগ প্রকাশ করে উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু আরও বলেছেন, ‘উত্তেজনাপূর্ণ খবর পরিবেশন করাই এখনকার ট্রেন্ড, কিন্তু উত্তেজনাপূর্ণ খবর মানেই সংবেদনহীন সংবাদ| ব্যবসায়িক গোষ্ঠী, রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা নিজেদের স্বার্থে টেলিভিশন চ্যানেল এবং সংবাদপত্র শুরু করছেন, ফলে সাংবাদিকতার মূল মূল্যবোধ হ্রাস পাচ্ছে|’ এরপরই উপ-রাষ্ট্রপতি আরও বলেছেন, ‘আমাকে প্রশ্ন করতেই পারেন, রাজনৈতিক দলগুলির কি সংবাদপত্র শুরু করার কোনও অধিকার নেই? হ্যাঁ, তবে এটাও উল্লেখ করা উচিত, এটি কোনও একটি রাজনৈতিক দলের সংবাদপত্র|’

