কিশোরী অপহরণ, গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ নভেম্বর৷৷ আবারো উত্তর জেলার পুলিশের সাফল্য৷ এক নাবালিকা অপহরণ কান্ডের সাথে জড়িত এক যুবককে আটক করতে সক্ষম হল পুলিশ৷ তবে উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর গোপন তথ্যের উপর ভিত্তি করেই ত্রিপুরা আসাম সীমান্ত থেকে দীপন নমঃ (২৬) নামের এক অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়েছে কাঞ্চনপুর থানার পুলিশ৷


ঘটনার বিবরণে প্রকাশ,গত ৫ নভেম্বর মঙ্গলবার কাঞ্চনপুর থানাধীন শান্তিপুর এডিসি ভিলেজের শান্তিপুর এলাকা থেকে ১৫ বছরের দশম শ্রেণীতে পাঠরত এক নাবালিকাকে অপহরণ করা হয়েছিল৷ নাবালিকা মেয়ে সকাল ৭:৩০ মিনিট নাগাদ নিজ বাড়ি থেকে প্রাইভেট টিচারের কাছে যাওয়ার পথে দুই যুবক অপহরণ করে নিয়ে যায়৷ তারপর নাবালিকার পরিবার অনেক খোঁজাখুজি করার পর অবশেষে কাঞ্চনপুর থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন৷ মামলাটি হাতে নিয়ে কাঞ্চনপুর থানার পুলিশ অপহরণকারীকে জালে তুলতে মাঠে নেমে পড়ে৷ কিন্তু সাত সকালে রাস্তা থেকে এক নাবালিকা অপহরণ হয়ে যাওয়াতে গোটা কাঞ্চনপুর জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়৷ ঠিক তখনি উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর কাছে গোপন একটি খবর আসে এই অপহরণ কাণ্ডে জড়িত এক যুবক কদমতলা থানাধীন ত্রিপুরা আসাম সীমান্তে গা ঢাকা দিয়েছে৷


পুলিশ সুপারের তথ্য অনুসারে কাঞ্চনপুর থানার এস আই তথা অপহরণকান্ডের তদন্তকারী অফিসার এন টি হালাম বিশাল পুলিশ বাহিনী নিয়ে কদমতলা থানায় ছুটে আসেন৷ কদমতলা থানা থেকে হাবিলদার জিএম উদ্দিন এবং কনস্টেবল প্রশান্ত মল্লিককে সাথে নিয়ে ত্রিপুরা অসম সীমান্তে অভিযান চালিয়ে অপহরণ কাণ্ডের জড়িত এক যুবককে আটক করেন৷ ধৃত যুবকের নাম দীপন নমঃ (২৬) পিতা অন্নদা নমঃ৷ কাঞ্চনপুর থানাধীন গোপাল পুরের বাসিন্দা৷ তারপর ধৃত যুবককে কাঞ্চনপুর থানায় নিয়ে যাওয়া হয়৷


এদিকে অপহরণ কান্ডের তদন্তকারী অফিসার এন টি হালাম জানান, উনারা একটি অপহরণ কান্ডের অভিযোগ মূলেই দীপন নমঃ নামের এক যুবককে কদমতলা থানা এলাকা থেকে আটক করেছেন৷ তবে ধৃত যুবক অপহরণ কান্ডে সরাসরি যুক্ত রয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ চালালেই অপহরণ কাণ্ডে মূল অভিযুক্ত ও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে একটা সুবিধা হবে৷ তবে তদন্তকারী অফিসার আশাবাদী খুব শীঘ্রই অপহরণকান্ডের মূল মাস্টারমাইন্ডকে জালে তুলতে সক্ষম হবেন৷ পাশাপাশি নাবালিকা মেয়েটিকেও উদ্ধার করবেন৷


অপরদিকে দীর্ঘদিন থেকে একটি চক্র বিবাহিত মহিলা, উপযুক্ত মেয়ে ও নাবালিকা মেয়েদেরকে বলপূর্বক, বিভিন্ন প্রলোভন ও ভালোবাসার নাটক করে বহি রাজ্যে পাচার করে আসছে৷ তবে অনেক বার এরকম ঘটনা নজরে আসতে পুলিশের তৎপরতায় অপহরণ হওয়া নাবালিকা বিবাহিত মহিলা উদ্ধার হয়েছেন,অপহরণকারীও গ্রেপ্তার হয়েছে৷ কিন্তু মূল একটি চক্র আজও আড়াল থেকে কাজ করে যাচ্ছে৷ তবে উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী যেদিন থেকে উত্তর জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেছেন সেই দিন থেকে এসকল নানান অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে নারীঘটিত অপরাধ অনেকটাই কমেছে৷ নেশা বিরোধী অভিযান থেকে শুরু করে নানা অসামাজিক কার্যকলাপ ও নারীঘটিত অপরাধের বিরুদ্ধে উনি দিনরাত একাকার করে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন৷ সাফল্যও কুড়িয়ে নিচ্ছেন উনার অক্লান্ত প্রচেষ্টায়৷আজও উত্তর জেলা পুলিশ সুপারের গোপন তথ্যের উপর ভিত্তি করে অপহরণ কান্ডের সাথে জড়িত এক যুবককে গ্রেপ্তার করাতে কাঞ্চনপুর এলাকাজুড়ে কিছুটা হলেও স্বস্তি এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *