রোহতক, ১৬ নভেম্বর (হি.স.) : বায়ুদূষণের জেরে জেরবার রাজধানী দিল্লি। পঞ্জাব, হরিয়ানা ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর জেরেই দিল্লিতে এই বায়ুদূষণ বলে দাবি করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু শনিবার দিল্লির মুখ্যমন্ত্রীর এমন দাবি মানতে না নারাজ হরিয়ানায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা তথা বর্ষীয়ায় রাজনীতিবিদ ভূপেন্দ্র সিং হুডা।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/09/Bhupinder-Singh-Hooda.jpg)
শনিবার ভূপেন্দ্র সিং হুডা জানিয়েছেন, বায়দূষণের বিষয়টি গুরুতর। কৃষকদের উপর অভিযোগের আঙুল না তুলে এর সমাধান করা প্রয়োজন। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো একমাত্র কারণ বায়ুদূষণের জন্য হতে পারে না। বায়দূষণের জন্য একাধিক কারণ রয়েছে। সমস্যার সমাধান করা প্রয়োজন। ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ক্ষেত্রে প্রশাসনের উচিত কৃষকদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করা। পঞ্জাব সরকার একর প্রতি কৃষকদের দিচ্ছে ২৫০০ টাকা। অন্যদিকে হরিয়ানা দিচ্ছে কেবল ১০০০ টাকা। পঞ্জাব ২৫০০ টাকা দিতে পারলে হরিয়ানা কেন দিতে পারছে বলে প্রশ্ন তোলেন তিনি। বায়দূষণের একমাত্র কারণ ফসলের অবশিষ্টাংশ পোড়ানো হতে পারে না। অন্যতম কারণ হতে পারে। নির্মাণ, কারখানা এবং অন্য কারণে বায়ুদূষণের মাত্র বেড়ে গিয়েছে।
উল্লেখ করা যেতে পারে দিল্লি দূষণের জেরে জোড়বেজোড় নীতিতে গাড়ি চালাচ্ছে দিল্লির কেজরিওয়াল সরকার।