![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/Amit-Shah.jpg)
নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : রাফাল নিয়ে যে সকল নেতারা ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ প্রচার চালিয়েছিল সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ফলে তাদের যোগ্য জবাব দেওয়া গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার অমিত শাহ জানিয়েছেন, ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ ভাবে রাফাল নিয়ে যারা প্রচার চালিয়েছে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে তাদের যোগ্য জবাব দেওয়া গিয়েছে। মোদী সরকার যে স্বচ্চ এবং দুর্নীতিমুক্ত তা ফের প্রমাণিত হল। মিথ্যা অপবাদ দিয়ে সংসদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করা হয়েছে। জাতীয় স্বার্থ থেকে কংগ্রেসের কাছে প্রিয় রাজনৈতিক স্বার্থ। এই অপপ্রচার চালানোর জন্য ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের।
উল্লেখ করা যেতে পারে রাফাল মামলায় তদন্তের আর কোনও প্রয়োজন নেই| ২০১৮ সালের ১৪ ডিসেম্বরের রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, ‘রাফাল মামলায় এফআইআর অথবা রায় পুনর্বিবেচনা নিষ্প্রয়োজন|’ শুধুমাত্র দুর্নীতি নয়, রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাফাল মামলা | ফ্রান্সের দাসোঁ অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস-সহ বিরোধীরা |