প্রথম বিবাহবার্ষিকিতে তিরুপতি বালাজি মন্দিরে পুজো দি‍লেন দীপবীর

মুম্বাই, ১৪ নভেম্বর (হি. স.) : তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিয়ে বিয়ের দিন সেলিব্রেট করলেন হাই প্রোফাইল তারকা জুটি ‘দীপবীর’। দীপিকা-রণবীরের প্রথম বিবাহবার্ষিকীর পুজো দিতে জড়ো হয়েছেন পাড়ুকোন ও ভাবনানি পরিবার।

বৃহস্পতিবার সকাল থেকেই নিজের টুইটার হ্যান্ডেল বিবাহবার্ষিকী পালনের একের পর এক ছবি পোস্ট করে যাচ্ছেন দীপিকা। লাল কাঞ্জিভরম, ভারী গয়না আর সিঁথিতে টকটকে সিঁদুরে দীপিকা যেন ঝলমলে রোদ্দুর। কুর্তা-পাজামায় নবাবী রণবীরও। ছবির ক্যাপশনে দীপিকা লেখেন,  “ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম। সকলের শুভকামনা, ভালবাসা আর প্রার্থনা চাই”। প্রথমে তিরুপতি মন্দির পরে পদ্মাবতী মন্দিরে পুজো দেবেন এই তারকা জুটি। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর হাই প্রোফাইল এই সেলিব্রিটি বিয়ে হয়।  বছর ঘুরে ফের সেই দিন। উত্তেজনাও তুঙ্গে দুই পরিবারের। দিনকয়েক আগেই ইনস্টাগ্রাম প্রোফাইলে মুখে মাস্ক লাগানো রণবীরের সেলফি পোস্ট করেছিলেন দীপিকা। ক্যাপশনে মজা করে লিখেছিলেন, প্রথম বিবাহবার্ষিকীর প্রস্তুতি। তিরুপতি মন্দিরে পুজো সেরে তারকা জুটি তাঁদের পরিবার নিয়ে যাবেন পদ্মাবতী মন্দিরে। পরের দিন, দ্বিতীয় বিয়ের তারিখে দীপিকা আর রণবীর যাবেন অমৃতসরের স্বর্ণমন্দিরে। দু’দিনই তাঁদের সঙ্গে থাকবেন ভাবনানি ও পাড়ুকোন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *