কর্ণাটকে বিদ্রোহী বিধায়কদের পদ খারিজের সিদ্ধান্ত বহাল সুপ্রিম কোর্টে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন উপ-নির্বাচনে

নয়াদিল্লি১৩ নভেম্বর (হি..): কর্ণাটকে কংগ্রেসজনতা দল সেক্যুলার (জেডিএসজোটের সরকারকে ফেলে দেওয়ার নেপথ্যে বিশেষ ভূমিকা ছিল ১৭ জন ‘বিদ্রোহী’ কংগ্রেসজেডিএস বিধায়কেরএইচ ডি কুমারস্বামী সরকার পড়ে যাওয়ার পরই কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন বি এস ইয়েদুরাপ্পাওই ১৭ জন ‘বিদ্রোহী’ বিধায়কের বিধায়ক পদ খারিজ করে দিয়েছিলেন তত্কালীন কর্ণাটক বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমারবুধবার কর্ণাটক বিধানসভার তত্কালীন স্পিকার কে আর রমেশ কুমারের বিধায়ক পদ খারিজের সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট|একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেআসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ওই ১৭ জন ‘বিদ্রোহী’ বিধায়কআগামী ৫ ডিসেম্বর উপনির্বাচন হওয়ার কথা|

তত্কালীন কর্ণাটক বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমারের বিধায়ক পদ খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ১৭ জন ‘বিদ্রোহী’ বিধায়কবুধবার রায়দান করার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামানা জানিয়েছেন, ‘স্পিকারের সিদ্ধান্তই আমরা বহাল রাখছি|’ একইসঙ্গে সর্বোচ্চ আদালত জানিয়েছেকর্ণাটকের ১৭ জন বিধায়ক উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেনতবেবিদ্রোহী বিধায়কদের আবেদন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টবিচারপতি এন ভি রামানাবিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি কৃষ্ণা মুরারির বেঞ্চ জানিয়েছে, ‘ আবেদনকারীরা যেভাবে আদালতে এসেছেতা আমরা সমর্থন করি না|’

সুপ্রিম কোর্টের এদিনের রায়ের প্রেক্ষিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ‘১৭ জন বিধায়ক উপনির্বাচনে লড়তে পারবেনসুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছিবৃহস্পতিবার আমরা সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে যাবোআমি ১০১ শতাংশ নিশ্চিত১৭টি বিধানসভা আসনেই আমরা জয়ী হব|’ আবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের রায়কে আমি স্বাগত জানাচ্ছিএমনকি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়াকেও স্বাগত জানাচ্ছিযে সমস্ত বিধায়করা লোভে পড়ে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিতে চেয়েছিলতাঁদের ক্ষেত্রে এটা বড় শিক্ষা|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *