নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর ৷৷ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০তম জন্মজয়ন্তী মঙ্গলবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ শিখ ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গুরুনানকের জন্মদিনে প্রার্থনা সভায় মিলিত হন৷ রাজ্যের বিএসএফ ক্যাম্পেও গুরু নানকের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/DSC_4329-1024x683.jpg)
এ উপলক্ষ্যে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়৷ শিখ ধর্মাবলম্বীরা বলেন, মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম৷ গুরু নানকের ধর্মীয় মতবাদ সকলের কাছে পৌঁছে দিতেও তারা আহ্বান জানিয়েছে৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে গুরু নানকের ৫৫০তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে৷