নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ব্যাঙ্ক মেনেজার বুধিসত্ব দাস হত্যা মামলায় অভিযুক্তদের জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত৷ সোমবার অতিরিক্ত সেশান জজ গোবিন্দ দাস জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন৷ সেই সাথে নির্দেশ দিয়েছেন অভিযুক্তদের জেল হেপাজতে পাঠানোর৷ আগামী ১৮ ডিসেম্বর আসামীদের জন্য চার্জ গঠনের তারিখ ধার্য্য করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Court-Hammer.jpg)
প্রসঙ্গত, বুধিসত্ব হত্যা মামলাটি ঘটে আগরতলা শহরের জেকশন গেইটের সামনে৷ বুধিসত্ব দাস ছিলেন একটি ব্যাঙ্কের মেনেজার৷ গত ২রা আগস্ট তিনি আগরতলায় নিজ বাড়িতে আসেন ধর্মনগর থেকে৷ পরদিন রাত প্রায় বারোটা নাগাদ তিনি বাড়িতে না ফেরায় তাঁর মা মোবাইলে কল করেন এবং তাকে বাড়িতে ফিরে যেতে বলেন৷ তখন বুধিসত্ব বলেছিলেন কিছুক্ষণ পরে বাড়ি ফিরবেন৷ কিন্তু, দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও বুধিসত্ব বাড়িতে না ফেরায় তাঁর মা পুণরায় ফোন করেন৷
তখন তিনি জানতে পারেন বুধিসত্ব জিবি হাসপাতালে৷ তিনি সাথে সাথেই জিবি হাসপাতালে যান এবং ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখেন৷ বুধিসত্বের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ পুলিশ একটি হত্যা মামলা নিয়েছিল৷ মামলায় সুমিত চৌধুরী, সুমিত বনিক, সুকান্ত বিশ্বাস এবং অমর শরিফ নামে চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়৷
মামলার তদন্তকারী পুলিশ অফিসার আদালতে চার্জশিট পেশ করে৷ গত ৮ নভেম্বর আসামী পক্ষের আইনজীবী আসামীদের জামিনের আবেদন জানায় আদালতে৷ সোমবার আদালতে ওই জামিনের আবেদনের উপর শুনানী হয় এবং বিচারক জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন৷