নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ প্রয়াত অশোক সিঙ্খালকে ভারত রত্ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ সোমবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সুদীপ রায় বর্মন উল্লেখ করেন, প্রয়াত অশোক সিঙ্খাল ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি ছিলেন৷ তাঁর যে সাংগঠনিক দক্ষতা ছিল তা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/Narendra-Modi.png)
রাম মন্দির নির্মাণের জন্য তিনি তাৎপর্যপূর্ণ আন্দোলন করে গিয়েছেন৷ সম্প্রতি সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণ করার জন্য যে রায় দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে প্রয়াত অশোক সিঙ্খালকে ভারত রত্ন দেওয়ার দাবী জানান সুদীপ রায় বর্মন৷