গুরুনানক দেবের শিক্ষা মানবতার জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি

চণ্ডীগড়, ১২ নভেম্বর (হি.স.): গুরুনানক দেবজীর জীবন এবং শিক্ষা সম্পূর্ণ মানবতার জন্য অনুপ্রেরণা| গুরুনানক দেবের শিক্ষা বর্তমান যুগে অত্যন্ত প্রাসঙ্গিক| মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| গুরুনানক দেবের ৫৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে মঙ্গলবার পঞ্জাবের সুলতানপুর লোধিতে আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| সুলতানপুর লোধিতে রাষ্ট্রপতিকে স্বাগত জানান পঞ্জাবের রাজ্যপাল ভি পি সিং বাদনোরে এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং|

এরপর সুলতানপুর লোধিতে পঞ্জাব সরকারের উদ্যোগে আয়োজিত রাজ্য স্তরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| এই অনুষ্ঠানেই রাষ্ট্রপতি বলেছেন, পঞ্চদশ শতাব্দীতে সমাজের সর্বত্র যখন সামাজিক কু-রীতি এবং ঘৃণা বিরাজমান ছিল, তখন গুরুনানক দেব এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন| গুরুনানক দেব এমন একটি সমাজ তৈরি করেছিলেন, যেখানে প্রত্যেককে সমান মর্যাদা দেওয়া হয়েছিল| রাষ্ট্রপতি আরও বলেছেন, চারিদিকে এখন নৈতিকতা হ্রাস পাচ্ছে| এই পরিস্থিতিতে শুধুমাত্র গুরুনানক দেবের শিক্ষাই মানবতাকে বাঁচাতে পারে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *