অরবিন্দ সাওয়ান্তের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি, অতিরিক্ত দায়িত্বে প্রকাশ জাভড়েকর

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): শিবসেনা সাংসদ তথা কেন্দ্রীয় ভারী শিল্প এবং স্বউদ্যোগ মন্ত্রী অরবিন্দ সাওয়ান্তের ইস্তফাপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| মঙ্গলবার অরবিন্দ সাওয়ান্তের ইস্তফাপত্র রাষ্ট্রপতি গ্রহণ করার পরই, কেন্দ্রীয় ভারী শিল্প এবং স্বউদ্যোগ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে| নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভায় অরবিন্দ সাওয়ান্তই ছিলেন একমাত্র শিবসেনার সদস্য|

সরকারি বিবৃতি মারফত জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর উপদেশ মতো, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অরবিন্দ গণপত সাওয়ান্তের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি| একইসঙ্গে কেন্দ্রীয় ভারী শিল্প এবং স্বউদ্যোগ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে| প্রসঙ্গত, নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ মন্ত্রকের মন্ত্রী হলেন প্রকাশ জাভড়েকর| এবার কেন্দ্রীয় ভারী শিল্প এবং স্বউদ্যোগ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বভার দেওয়া হল প্রকাশ জাভড়েকরকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *