অযোধ্যা মামলার রায়, রাজ্যে অতিরিক্ত নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ অযোধ্য মামলায় সুপ্রিম কোর্টে রায় ঘোষণা হতেই রাজ্যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ বিশেষত মুসলিম অধ্যুষিত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ আইজি (আইন শৃঙ্খলা) রাজীব সিং জানিয়েছেন, রাজ্যের প্রত্যেকটি থানা এবং ফাঁড়িগুলিকে সতর্ক করা হয়েছে৷

পাশাপাশি মিশ্র জনবসতি, স্পর্শকাতর এলাকাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ তিনি দাবি করেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে৷ কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷


প্রসঙ্গত, গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশের সবগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছিল৷ বিশেষ প্রয়োজনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অতিরিক্ত বাহিনী মোতায়েন করারও পরামর্শ দিয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *